Poem- কবিতা

5 17
Avatar for sarwar
Written by
3 years ago

আমার শরৎ।

✍ মৃন্ময় ভান্ডারী

আমার ভূবনে শরৎ এলো

কাশফুলে লুটোপুটি,

নীল আকাশের খোলা ময়দানে

মেঘেদের ছুটোছুটি।

ঝিকমিক করে সোনালী আলোয়

নদী তীর বহুদূর,

গাছের পাতায় দোলালেগে ওঠে

শারদ শারদ সুর।

ব্যাস্ত কুমোর ঠাকুর গড়তে

আর বুঝি দেরি নেই,

আমার উমা দুয়ারে দাড়িয়ে

আসবে সে আসবেই।

প্রকৃতির রোষে জাগেনি হয়তো

মনে খুশি ততোধিক,

তবু তো বছর প্রতীক্ষা শেষে

শরৎ এসেছে ঠিক।

মনে মনে ছেয়ে না পাওয়া আর

দুরাশার কথকতা,

মেনে নেওয়া ছাড়া গতি নেই যেন

হয়েছে এটাই প্রথা।

বাতাসে লাগলো হিমেল পরশ

শিশিরের টুপটাপ,

ঘাসের ওপর শিউলির থোকা

পড়ে আছে চুপচাপ।

আর কটাদিন কেটে যাবে ঠিক

আসছে আসছে করে,

দুঃখ বিষাদ যাইবা থাকুক

হৃদয়ে শরৎ ভরে।

ফটো ঃ মৃন্ময় ভান্ডারী

11
$ 0.00

Comments

Your writing is excellent. Keep it up.keep writing like this.

$ 0.00
3 years ago

Beautiful 💕

$ 0.00
3 years ago

beautiful poem. Carry on brother

$ 0.00
3 years ago

Very nice poem.

$ 0.00
3 years ago