6
10
আমি এমনিতে কখনও আকাশ দেখি না।
আমি আকাশের দিকে তাকাই মন খারাপ হলে।
মন বিষন্ন হলে ,আকাশ ও বিষন্ন হয় ।।।।
@সরওয়ার আহমেদ
ছবিঃ ছবির কাব্য
যতোই মন খারাপ থাক না কেনো আকাশ দেখলে অবশ্যই মনটা ভালো হয়ে যাবে। আর সাথে যদি কবিতা লেখার অভ্যাস থাকে। তাহলে তো মন খারাপ হবেই না। যা হবে তা শুধু অনুভূতি। নির্জন আকাশের নিচে বসে চোখ দুটো আকাশের দিকে থাকবে হাতে খাতা কলম ব্যাপারটা খুবই সুন্দর। আকাশের মেঘ হলো নানা রকম আকার ধারণ করে যা মন ভালো করে দেয়। আপনাকে ধন্যবাদ সুন্দর পোষ্ট করার জন্য।।। শুভ কামনা রইলো আপনার জন্য।।।