- তোমার রক্তে ক্যান্সারের জীবানু পেলেও সারাজীবন একসাথে থাকার স্বপ্ন দেখতে পারি
- কিন্তু প্রতারণার গন্ধ পেলে এক সেকেন্ড ও নয়!
# সরওয়ার আহমেদ
ছবিঃকাকুলি/সরওয়ার
- তোমার রক্তে ক্যান্সারের জীবানু পেলেও সারাজীবন একসাথে থাকার স্বপ্ন দেখতে পারি
- কিন্তু প্রতারণার গন্ধ পেলে এক সেকেন্ড ও নয়!
# সরওয়ার আহমেদ
ছবিঃকাকুলি/সরওয়ার
সত্যিকারের ভালোবাসা আমাদেরকে সব করতে শেখায়। এক সাথে পথ চলতে শেখায়।যতোই সমস্যা হোক না কেন সত্যিকারের ভালোবাসার বন্ধন কখনো ভাঙা যায়না।কিন্তু এই বন্ধন ভাঙতে পারে শুধু মাএ প্রতারণায়,যেটা সতিই মেনে নেওয়া যায় না।
হাম হাম
আপনার পোষ্টটি খুব সুন্দর হয়েছে। ভালবাসার মত বাসলে সারা জীবন একসাথে থাকা যায়। যত বাধাই আসুক কখনো দূরে চলে যাবে না। যে ভালোবাসা প্রতারণা বা ধোকা থাকে সে ভালোবাসা কখনো টিকে না। সত্যি বাস্তবতা তুলে ধরেছে। এরকম পোস্ট আরও বেশি বেশি করার অনুরোধ রইলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ইনশাআল্লা, চেষ্টা করবো, পাশে থাকবেন
হুম, ভালোবাসার মানুষের হাজার সমস্যা থাকলেও তার থেকে দুরে গিয়ে কখনো ভালো থাকা যাইনা,কারণ তাদের প্রতি আমরা অসম্ভব ভাবে দুবর্ল থাকি। কিন্তুু যখন বুঝতে পারি সে প্রতারক তখন সে হাজার চেষ্টা করলেও আমরা তাকে মন থেকে ক্ষমা করে কাছে টানতে পারিনা।
আপনি কি লেখক?
হালকা পাতলা আরকি,, ফেসবুকে লিখি... কিন্তুু কেনো??
সব কিছু গুছিয়ে লিখতে পারেন, আমার খুব ভাল লাগে আমার লিখা গুলি পড়তে
অসংখ্য ধন্যবাদ আপনাকে, আসলে লিখতে অনেক পছন্দ করি, কিন্তুু সময়ের অভিনেয় লিখা হয়না,যখন আপনার মতে এভাবে কারো অনুপ্রেরণা পাই তখন লিখার খুব ইচ্ছা জাগে মনে,আশা করি সবসময় এভাবে সাপোর্ট দিবেন। আপনিও কিন্তুু বেশ ভালো লিখেন।
আপনার চেয়ে বেশি নয়, আপনি সাংবাদিক হিসেবে কাজ করার চেষ্টা করুন, আপনার লেখা গুলো আমার পড়তে অনেক ভাল লাগে
আমাকে সাংবাদিক কে বানাবে শুনি ? অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য।
সঠিক বলছেন
সত্যি ভালোবাসার মাঝে প্রতারণা মেনে নেয়া যায় না। আমরা সবাই ভালোবাসা কে সম্মান করবো।
ইনশাআল্লাহ
আপনি একদম ঠিকই বলেছেন। সত্যিকারের ভালোবাসা তে সব কিছুই সহ্য করা সম্ভব কিন্তু প্রতারণা কখনোই সহ্য করা সম্ভব হয়না। কেননা প্রতারককে শুধু ঘৃণা করা যায় কখনো ভালোবাসা যায় না।