1
8
লাস্ট ১-২ মাস ধরে খুব দেরি করে ঘুমাইতে যাই। ইদানীং রাত জাগতে ভালো লাগে কেনো জানি। প্রতিদিন এই একটা যেন নিয়ম হয়ে গেলো। ১১:৪৫ এ পড়া শেষ করে যখন বেলকনিতে যায় কেমন যেন একটা অনুভূতি হয়, একটা দিনের শুরু এবং শেষ খুব কাছে অনুভব করা যায়। কিছুক্ষণ পর পর বাতাস একটু ঠাণ্ডা লাগে, তারপরও ৪০-৫০ মিনিট দাঁড়িয়ে থাকি। ভালো লাগে, মনের মধ্যে কত রকম চিন্তা আসে তা শুধু নির্জনতার মধ্যে, একাকী উপলব্ধি করা যায়।
আসলেই মানুষের ভালোলাগা গুলা সত্যিই অদ্ভুত।