বর্তমান সময়ে মানুষ এক আতংক এর মধ্যে আছে। তা আর নতুন কিছু নই, কোভিড-১৯। যার ফলে সারাবিশ্ব আজ অসহায়। মানুষের খাদ্যের অভাব, বাসস্থানের অভাব, চিকিৎসার অভাব, টাকার অভাব ইত্যাদি। অভাবে মানুষ ছোটাছুটি করছে এক জায়গা থেকে আরেক জায়গায়, এতেও মানুষ আশানুরূপ ফল পাচ্ছে না, কারণ সব বন্ধ। মানুষ যাবেই বা কই? তাছাড়া সবারই কম বেশি বাড়ি ভাড়া বকেয়া তো আছেই। এতে মানুষ করবেই বা কি? তাই বেশির ভাগ মানুষ আজ ছুটছে গ্রামের দিকে। ফলে শহুরের বেশির ভাগ জায়গায় আজ দেখা মিলছে "বাসা ভাড়া দেওয়া হবে" এমন পোস্টার। এতে সবারই একই প্রত্যাশা সব ঠিক হলে আবার যান্ত্রিক পরিবেশে ফিরে আসবেন।
আবার এতে অনেকেই আছেন যারা বাড়ি ভাড়া নিয়ে পরিবার চালাতেন তাদের অনেকেই হিমশিম খাচ্ছেন এই অবস্থায়। বাড়ি কমিয়েও অনেক ফ্ল্যাট ফাকা অবস্থায় পড়ে আছেন।
দিন শেষে সবার প্রত্যাশা একই, তা হলো করোনা মুক্ত একটা পরিবেশ।।
0
14