প্রেমের ওপারে

3 10

সে:

বিশ্বাস ছিল সেই দুরুত্বের রাতে, বিশ্বাস ছিল সকল সংঘাতে।

জী্নের প্রতিক্ষনে তারই হয়ে আছি, রবো কি আমি তারও হৃদয়ের কাছাকাছি।

ক্লান্ত মনের ছিল সে একমাত্র আশ্রয়, দিনের শেষে ছিলো সে এক অপার বিষ্ময়।

তবুও মনে প্রশ্ন জাগে আজ এই রাতে, রবে সে কি মোর হয়ে সকল প্রভাতে।

আমি:

বোঝেনা সে যে, আমি তারই হয়ে আছি, দুরে আছি তাও মনের কাছাকাছি।

প্রেম আর নেই শুধু প্রেমেই সীমিত, ভালোবাসা হয়ে আছে আজ অপরিমিত।

সে যে আছে অন্তরে প্রশান্তি রূপে, হারিয়ে যাবে না সময়ের মৃত্যুকুপে।

দুরে থাকা বড়ো দায়, তবুও আমি তারই, কোনোদিন আমাদের হবে না ছাড়াছাড়ি।

4
$ 0.00
Sponsors of ruhul112
empty
empty
empty

Comments

Your article is very exciting but your passage is too short. I hope you write largest article. I salute this article.

$ 0.00
4 years ago

বিশ্বাস মানুষকে অনেক কিছু দিতে পারে। তবে কারো প্রতি বিশ্বাস একবার উঠে গেলে আর কখনোই সম্ভব না নতুন করে বিশ্বাস করা ।

$ 0.00
4 years ago

I salute this writer very well. Many many thanks for your good post. I am waiting for your writing.

$ 0.00
4 years ago