প্রেম, তােমাকে আমি ভালােবেসেছি।
বর্ষার বিকেলে পেয়ারা পাতার গা বেয়ে
ঝরে পড়া বৃষ্টির ফোঁটার মতাে, তােমায়
আমি আস্বাদন করেছি।।
প্রেম, তােমাকে আমি অনুভব করেছি।
শীতের কনকনে সন্ধ্যায় আমার ঠান্ডা হয়ে যাওয়া হৃৎপিণ্ডের প্রতিটা স্পন্দনে তােমায় জেনেছি।।
প্রেম, তুমি অপরূপা, তােমার সুগন্ধে আমি আফিমের নেশার মতাে মাতাল ছন্দে বুঁদ হয়ে থেকেছি।।
প্রেম, তােমার উষ্ণতা আমাকে হিমালয়ের তীব্র ঠান্ডার মধ্যে বেঁচে থাকার সাহস দিয়েছে।
প্রেম তােমায় আমি খুব কাছ থেকে দেখেছি,
বয়ে যাওয়া পুকুরের জলে গ্রাম্য রমণীর প্রতিচ্ছবি চিনেছি
বন্য জঙ্গলে শুকনাে পাতায় মােড়ানাে রাস্তার ওপর দিয়ে হাঁটতে হাঁটতে ,প্রেম , আমি তােমায় স্পর্শ করার অজুহাত খুঁজে পেয়েছি।।
কিন্তু তুমি আমায় কোনাে কালে বুঝলেনা। ধুলাে মাখানাে শহরে আমায় একলা পথিক বানালে।।
আবর্জনায় ভরে থাকা পুকুরের তােমার গ্রাম্য রূপ আড়াল করে নিলে,
তীব্র শীতে তােমার উষ্ণতার বদলে আমাকে ধাক্কা মেরে ফেলে দিলে বিষাক্ত ধোঁয়ার অন্ধকূপে।
তােমার সুগন্ধের বদলে শরীর জ্বালানাে গ্যাসে আমার স্নায়ু অবশ করে দিলে।
তােমায় আমি বিশ্বাস করেছিলাম, শহরের পাকা পিচের রাস্তা ধরে তােমার কাছে যাওয়ার পথও ছিনিয়ে নিলে।।
প্রেম , তুমি আমায় হিংস্র মানুষের লালসার সমুদ্রে ডুবিয়ে দিয়ে গেলে।।
3
22
nice article 😊