অলক্ষ্যে

0 3

দেখেও দেখি না আজকাল, শুনেও শুনি না কথা

জেনেও জানি না আমি, মনের গোপন ব্যাথা।

মন অতি জটিল বস্তু, করে যদি শুরু সন্দেহ

হারায় সবই ফুরায় সবই, রুখতে পারে না কেহ!

ভালোবেসে তারে তুমি একদিন হৃদয়ে দিয়েছো ঠাই,

রয়ে যায় শেষে শুধু ভালোবাসা যখন সেই আর নেই।

মনের উপর কলম চালায়, এমন কি কেউ আছে

নাই যদি চাও তাও আমি সদা থাকবো তোমারই পাশে।

কিন্তু যদি আসে কোনো দ্বিধা দ্বন্ধ তোমার মনে

বলে দিয়ো তবে, সেই ক্ষনে আমি চলে যাবো সব ছেড়ে।

ছিলাম, আমি থাকবো আমি, শুধুই তোমার পাশে।

প্রতারণা দেখে যেনো আজকাল, অলক্ষ্যে কেউ হাসে।

3
$ 0.00
Sponsors of ruhul112
empty
empty
empty

Comments

This article is very interesting to read. Your knowledge power is very good. You carry on your writing.

$ 0.00
4 years ago

অনেক কিছু লক্ষ্য করা গেলেও অলক্ষ্যেই থেকে যায় অধিকাংশ । অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা গল্প লেখার জন্য।

$ 0.00
4 years ago