করোনা! করোনা! চেচাচ্ছে চীন
আমরা কানে তুলি নি সেদিন।
আমরা কি অর্বাচীন?
হু হু করে সেদিন আসলে
উড়োজাহাজ বন্দরের সদর ফটক খুলে,
অভ্যর্থনা জানিয়েছি আসো আসো ভাই বলে!
ভাইয়েরা এলে আমরা খুসি!
তবু কেন সেদিন আমরা নেই নি তোমার খোজ?
দেশে ফিরে মনের আনন্দে খুব ঘুরলে বিনা মুখোশ!
অতপর কি থেকে কি হয়ে গেল!
ভাইরাস ছড়িয়ে পরলো দেশে দেশে!
ঢাল নেই চালান নেই স্বাস্থ্যকর্মী ঝাপিয়ে পরে মানবতার তরে!
সামাল দিতে না পেরে
লকডাউন ঘোষনা দিল বাংলাদেশ
তবু তোমার হুশ হলো না বেরোলে শপিং করবে বলে!
অতঃপর আম্পান এলো!
ভাসিয়ে দিলো একুল ওকুল জুড়ে।
ক্ষয় ক্ষতি প্রচুর হলো,
কতোক হারালো চিরতরে
বিশ্কাসের ভীত যায় কি এবার টলে?
এদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুহার
ভাঙছে রেকড দিনকে দিন।
এখনো অনিয়ম করে কতক,
কিছু কুলাঙ্গার আবার এর মাঝে,
আঙুল ফুলে কলাগাছ হতে চায়!
তাই রাস্তার পাশে আস্তা কুড়ে,
রোজ চলছে খাবারের খোজ!
আর ফেসবুকে সুস্বাদু খাবারের দিচ্ছ তুমি পোস্ট!
সাধারন মানুষের সাথে স্বাস্থ্যকর্মী নিরাপত্তা বাহিনী মিলে,
যতো জরুরি সেবাদানকারী সকলেই প্রবল যুদ্ধ করেছি,
সবখানেই মহামারীর প্রাণঘাতী প্রবল ছোবলে!
এখনো কি তুমি রইবে দুরে?
মানবতা কি যাবে হারিয়ে?
সম্মিলিত প্রচেষ্টা রইবে কী সূদুর?
আমি জানি তুমি ঠিকিই আসবে এগিয়ে,
দিবে তোমার হাত বাড়িয়ে।
মানবতাকে মুক্ত করবে মহামারীর হাত থেকে।
আত্মবিশ্বাসী বাংলা
আবার ঘুড়ে দাড়াব হাসবে ঝলমলে,
দুর্দশারে তুড়ি মেরে বিশ্বজয়ী হবে।
6
16
সুন্দর একটি কবিতা লিখে ফেললেন রুহুল ভাই। এতদিন রোমান্টিসিজম এর পাশাপাশি এখন মানবিক দিকে ফিরে এসেছেন 😑😑