হারানো আমি

1 10

চোখ খোলার পর সবটা কেমন যেনো অচেনা লাগছে, অচেনা শহর, মানুষজন এমনকি নিজেকেও,

পথচলতি মানুষগুলোও আমার দিকে ড্যাবড্যাব করে জিজ্ঞাসু নয়নে তাকিয়ে দেখে বললাম,

আমি কে? বলছি তোমরা কি জানো আমি কে? এই যে পথিক ভাই, ও পথিক ভাই

একটু দাড়াবে, আমার একটা প্রশ্ন ছিল, বলবে কি আমি কে??

ও পথিক ভাই উত্তর না দিয়ে চলে গেলে, তাহলে কি আমি মানুষ নই, অমানুষ??

তাই বুঝি সকলে বলে, মানুষের মতো মানুষ হ....

কেউ কিছু বলো না দেখে নিজেই নিজেকে বললাম, আচ্ছা আমি তো চুরি বা ডাকাতি করি না, বানা টিকেটে ভ্রমনও করি না, রাত বেরাতে কারো ঘরে উকিও দেই না, কিংবা পরিচয় গোপন করে ভন্ডামিও করি না, তাহলে আমি নিশ্চয় অমানুষ নই মানুষ!!

কিন্তু আমি যদি মানুষ হই, তাহলে আম্র স্বপ্নগুলো কোথায়??

লক্ষ্যগুলো আজও কেন অধরা? বলতে পারো আমাকে??

আমি তো ভাঙতে পারি না নিয়মের ভেড়াজাল, কারন আমি তো মানুষ নই!

তাই তো ভোগ করতে পারি না আইন কাননের সুযোগ সুবিধা!!

তাহলে আমি কে?? আমি হলাম ভুতপূর্ব মানুষের দূত।

1
$ 0.00
Sponsors of ruhul112
empty
empty
empty

Comments

আপনার গল্পটি সত্যিই অসাধারণ। এটা পড়ে আমি অনেক মজা পেলাম। অনেক ধন্যবাদ আপনাকে।

$ 0.00
4 years ago