আরও আরও আরও চাই.....
চাহিদার পাহাড় জমতে জমতে হিমালয় হয়ে যায়, তবুও আরও আরও চাই আমাদের। কিন্তু কেন?? কেন এতো বেশি চাহিদা আমাদের? এতো দিয়ে কি করবো আমরা?? যা পেয়েছি তাকে নিয়ে কেন খুশি নয় আমরা! আরও চাই, কেন চাই?
সবই তো আছে, তাও কিসের টানে ছুটে যাই অজানার সন্ধানে!!!
আসলে সবই অতিরিক্ত চাহিদার ফসল, সবই কদযর্তা ভরা, সবই আশা-আকাঙ্খার ফল, সবই না পাওয়ার ব্যাথা, সবই....সবই.....
যা পেয়েছি তা নিয়ে কেন শান্তি কেন?? কেন মরীচিকাকে ধাওয়া করে!! ক্লান্ত আমরা হেরে যাই, ফিরে যাই!
তৃষিত প্রান্তরে! কেন বিনিদ্র রাত্রি কাটাই!
কিসের সন্ধানে, কিসের মোহে!!
কেনই বা মায়া! কোনো কারণ নেই, তাওওও...তাওওও সীমাহীন, সঙ্গাহীন, অপার চাওয়া,
পাবো কি!!! পাবো কি আদৌ!!
নরক হয়ে উঠে জীবন, না পাওয়ার ব্যাথায়, তাও... তাও আরও....আরও....আরও চাই।
মানুষের চাহিদার কোনো শেষ নেই। যার যত বেশি থাকে সে আরো বেশি কিছু চাই। এজন্য আমাদের সমাজে অনেক ধরনের সমস্যা দেখা দেয়। ধন্যবাদ লেখক কে এবং আশা করছি আরো ভালো লেখা আমাদের উপহার দেবেন।