আমরা একলা মনে মেঘলা দিন, তুমি ছাড়া সে বৃষ্টিহীন। কেবল জমাটবাধা অন্ধকারে, ভেসে বেড়ায় তোমার খোজে।
তুমি লুকিঢে আছো অন্তরালে, নাহয় এসো আমার ঝিলিক হয়ে।
হয়তো চাইবো তোমায় বৃষ্টিরূপে, এ চোখ যে শুধু তোমায় খোজে।
কোথাও তোমার পাই না দেখা, হারিয়ে গেলে মেঘের খোজে।
আশায় থাকি তুমি আসবে ফিরে, আবারো আমার বৃষ্টি হয়ে।
গুরুগম্ভীর সুরের খেলায়, জাল বুনবে আমার কোলে।
ভিজিয়ে দিবে এ শহরটাকে, গ্রীষ্মের প্রথম বৃষ্টি হয়ে।
না হয় আমার কোলেই লুকিয়ে থেকো, জমিঢে রেখো বৃষ্টিটাকে।
বর্ষা, শরৎ সন্ধিক্ষনে, ঝরিয়ো তোমার কান্না করে।
জানি বিদায়বেলায় থাকবো নাবো আর, মেঘ যে আমি জীবন তো শেষ।
তবুও আমি চাইবো তোমায়, সুধুই আমার বৃষ্টি করে।
0
6
Written by
ruhul112
ruhul112
4 years ago
রোমান্টিক লেখক, 🙂 অসাধারণ হয়েছে। আর ও এমন সুন্দর সুন্দর আর্টিকেল পাবো বলে আশা রাখছি। ধন্যবাদ।