কথায় আছে, "দুষ্টু গোয়ালের চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো" আমার লেখা এই গল্পটি এমন সব সন্তানদের জন্য যারা বাবার দুঃসময়ে বাবার পাশে এসে দাড়ায় না বরং তাদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়।
যেদিন আম গাছটি লাগিয়ে ছিলাম সে দিনই আমার ছেলেটার জম্ম হয়। সন্তান জম্ম দরওয়ার সময় হসপিটালেই তার মা মারা যায়। ছেলেটিকে নিয়ে অনেক বিপদে পগে যাই। মা ছাড়া ছেলেটাকে কিভাকে লালন পালন করবো সেসব চিন্তা সারাক্ষন খালি মাথায় ভন ভন করতো। সারাদিন তার পিছনে লেগে থাকতে হতো। সময় মতো খাওয়াতে হতো। মাঝে মাঝে তো অনেক কান্নাও করতো ততারপরও একবারের জন্য ওর খাবার বাদ দেই নি প্রয়োজনে আমি না খেয়ে থেকেছি। একদিন দেখি গাছটি পানির অভাবে মারা যাচ্ছে। আমার পরিষ্কার মনে আছে যখন ড্রাম থেকে একটু পানি নিয়ে গাছটির কাছে গেলাম তখনই ছেলেটার কান্নার আওয়াজ শুনতে পেলাম। তখন আর দেরি করি নি পানিটা ফেলে দিয়ে দৌড়ে ছেলেটার কাছে গিয়ে দুধের বোতলটা মুখে তুলে দিলাম। আসলে গাছটির উপর অনেক বড় অবিচার করেছিলাম সেদিন। সে ওইসব মনে রাখে নি, আজও আমাকে ফল দিয়ে যাচ্ছে। এক কেজি আম বাজারে বিত্রুি করে আশিঁ টাকা পাই যেটা আমার বেচে থাকার জন্য অনেক মূল্যবান একটা জিনিস। একটা বোবা জীবের সাথে আমি এতো অবিচর করার পরও আজও সে আমার সুসময়ে দুঃসময়ে আমাকে ফল দিয়ে যাচ্ছে কিন্তু আমার আদরের সন্তান রহিমেরর কাছে আট পয়সাও চাওয়ার সুযোগও পাই না। যখন এই কথাগুলো মনে পড়ে দু চোখ দিয়ে পানি টপ টপ করে পগতে থাকে। তখন গাছটির গোড়ায় বসে মনে ভরে কেদেঁ নেই, শুনেছি কাদঁলে নাকি মন হালকা হয়। গাছটিকে জড়িয়ে ধরে চোখ দুটোকে ঘষে মুছে নেই, বলি যে আজ তোকে বড় মূল্যবান জিনিস পানি দিলাম, তুই দোয়া করিস তবুও যেনো খোকা সুখে থাকে। কারণ আমি বাবা। আমার সবথেকে বড় পরিচয় আমি একজন বাবা।
ধিক্কার জানাই ঐসব সন্তানদের যারা কিনা নিজের সুসময়ে নিজের বাবাকে ভুলে যায়, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। একটা কথা মনে রাখবেন, আপনি যেমন এখন আপনার বাবার সাথে ব্যবহার করছেন একদিন তো আপনিও বাবা হবেন সেদিন আপনার সন্তানও আপনার সাথে সেইরকম টাই করবে যেটা আপনি আপনার বাবার সাথে করেছেন।
সবাই জানাবেন আর্টিকেল টা কেমন হলো। ধন্যবাদ সবাইকে।
6
7
Written by
ruhul112
ruhul112
4 years ago
বাবা আমাদের কাছে এমন একজন মানুষ যার সাথে আমরা আমাদের জীবনের সবকিছু শেয়ার করতে পারি। একমাত্র বাবাই পারে আমাদের জীবনটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিতে। তাই সকলের উচিত বাবাকে অনেক বেশি ভালোবাসা।