তারে দেখিছি প্রথম কুয়াশামাখা ভোরে,
দেখে তারে লাগে নি অচেনা। সেই ক্ষনে আমি তারে সপেঁছি এ মন, আমার সকল, দুঃখ ব্যাথা-বেদনা।
সেও যে চেয়েছে ফিরে বারে বারে তাই, ঔষুধই আমার মুখপানে,
নিরবে বলেছি কতো কথা সে দিন, মিলেছে হৃদয় দুটি সেই শুভক্ষনে।
থাকে না সামনে যখন সেই সাথি, আমার হুদয়ে লাগে দোলা,
এলে সে কাছে তে, আমি হতবাক থাকি
তারে কভু যায় না যে ভুলা।
তার প্রতি মনের টান অনুভব করি, তবুও তারে সেই কথা কহিতে না পারি,
যদি সে ভুল বুঝে ছেড়ে যায় মোরে, সইবো সে বেদনা আমি যে কি করে।
প্রেমের প্রথম কলি ফোটে মোর মনে, লজ্জা পাই যে আমি তাই অকারণে।
স্বপ্নেও আজ তার অবাধ বিচরণ, সামনে এসো হে সাথি দেখি প্রাণ ভরে,
তোমাতেই সমর্পিত এই প্রাণ-মন, তোমাতেই হারাই আমি চিরতরে।।
আমরা প্রত্যেকেই প্রথম দেখা যেকোনো জিনিস সহজে মন থেকে মুছে ফেলতে পারি না। হাজার চেষ্টা করলেও এগুলো আমাদেরকে ছাড়তেই চাইনা। আমাদের প্রথম দেখা এইসব জিনিস আমাদের সব সময় মনে পড়ে।