ড্রপলেট

2 10
Avatar for ruhul112
4 years ago

হালফিল খবরে শুনি মিষ্টি শব্দ ড্রপলেট, মানুষের হাচি কাশির মাধ্যমে বের হয় বাইরে,

ড্রপলেটের চারপাশে থাকে জলীয় আস্তরণ, মধ্যখানে থাকে ছোয়াচে রোগের ভাইরাস।

ইদানিং ড্রপলোটে নিয়েছেে আশ্রয় কোভিড-১৯, ড্রপলেট ধরে বাইরে গিয়ে হয় অতি ভয়ঙ্কর

মানুষের গলায় চারদিন জানান দেয় খুকখুক, তারপর আশ্রয় হয় মানুষের শ্বাস যন্ত্র ফুসফুস।

অতিদ্রুত বংশবিস্তার উপহার দেয় যে শ্বাসকষ্ট, তিন চার দিনের মধ্যে করে মানুষের জীবন ধ্বংস

তাই শুনি সাবধান বানি ড্রপলেট থেকে থাকো সরে, তিন চার ফুটের বেশি ড্রপলেট যে যেতে পারে নাহি।

ড্রপলেট যাতে অন্যের গায়ে না লাগে বাধো মাস্ক, অন্যের হাচি কাশির ড্রপলেট থেকে বাচতে চাই মাস্ক।

ফামেটে থাকা ড্রপলেট থেকে রক্ষা পেতে পর গ্লাভস, কোভিড-১৯ থেকে বাচার আর ভালো উপায় নেই।

বাতাসের আদ্রতায় ড্রপলেটের জলস্তর হয় বাষ্পীভুত, অন্দরে ঘেরাটোপে থাকা কোভিড-১৯ মারা যায় দ্রুত।

মোদের আশা তাপমাত্রা বৃদ্ধিতে সংত্রুমণ যাবে কমে, মানুষ আবার হাসবে, খেলবে, গাইবে মুক্ত পাঙ্গনে।

তাই কোভিড-১৯ থেকে বাচতে প্রত্যেকে হই সচেতন কারণ সচেতনতাই প্রতিরোধ।

2
$ 0.00
Sponsors of ruhul112
empty
empty
empty

Comments

কথাগুলো সত্যি বলেছেন। ধন্যবাদ

$ 0.00
4 years ago

সচেতনতাই সুস্থ থাকার অন্যতম পাথেয়। ধন্যবাদ।

$ 0.00
4 years ago