তোর আর আমার হয়তো আর দেখা হবে না কোনোদিন, হাজার হাজার অপেক্ষার মুহুর্তরা বুনবে না কোনো স্বপ্নের মায়াজাল!!!
কাটাকুটি খেলার পাতাগুলো, নীরবে চেয়ে থাকবে টেবিলের স্তুপ হয়ে থাকা কাগজের ভিড়ে!
শেষ দানটায় আমিই তো হেরে ছিলাম!!
বসার ঘরের কোনার টবটায়, ঐ পাতা বাহার গাছটাও কেমন শুকিয়ে যাচ্ছে!
গুটিয়ে নিচ্ছে পাতা গুলোকে অজানা অভিমানে....
বিছানার চাদরটা তো এখনও ঐ কফির দাগটা আছে!!
ঐযে সেই দিন, আমার হাতের ধাক্কা লেগে পড়ে গিয়েছিলো তাড়াহুড়ো তে.... মনে আছে তোর??
ওটা ধুয়েছিলাম....ফিকে হয়েছে!! তবে আছে
তোর সাথে আমার হয়তো আর দেখা হবে না কোনোদিন, তবে রয়ে যাবে এই সব কিছু!
রয়ে যাবে এই মুহুর্তগুলো....
সাক্ষী দিবে ভালোলাগার অনুভূতিরা!!!
না হয় আর হলো না দেখা.....
শুধু অতীত নয়.... জীবন হয়ে থাকবে আমাদের ফেলে আসা কথা, ফেলে আসা দিনগুলো... ফেলে আসা একমুঠো ভালোবাসা...
তারপরও আমরা দুজন আজ ভবগুরে হয়ে আছি।
হাজার বারণ মানবে না, সম্পর্ক সে আর রইবে না
নিজেকে খোজার নিরুদ্দেশে, হরিয়ে যাবে অবশেষে।
0
5
Written by
ruhul112
ruhul112
4 years ago
সত্যি ভাইয়া দেখানো হলেও কিছু কিছু মুহুর্ত রয়ে যায় স্মৃতির পাতায় সারা জীবন। আমরা চাইলেও ভুলতে পারিনা।