#চিকেনপক্স
প্রথম শনাক্ত করা হয় ১৯৫৩ সালে। সময় কাল ৪২ বছর। ভ্যাকসিন আবিষ্কার হয় ১৯৯৫ সালে।
#হেপাটাইটিস বি ভাইরাস
প্রথম শনাক্ত করা হয় ১৯৬৫ সালে। সময়কাল ১৬বছর। ভ্যাকসিন আবিষ্কার হয় ১৯৮১ সালে।
#ইবোলা ভাইরাস
প্রথম শনাক্ত করা হয় ১৯৭৬ সালে। সময়কাল ৪৩ বছর। ভ্যাকসিন আবিষ্কার হয় ২০১৯ সালে।
#এইডস
প্রথম শনাক্ত হয় ১৯৮১ সালে। সময়কাল ৩৯ বছর। ভ্যাকসিন আবিষ্কার গবেষনা রত।
#সার্স ভাইরাস
প্রথম শনাক্ত করা হয় ২০০৩ সালে, সময়কাল ১৭বছর। ভ্যাকসিন আবিষ্কার, গবেষনা বাতিল করা হয়েছে।
#মার্স ভাইরাস
প্রথম শনাক্ত করা হয় ২০১২ সালে, সময়কাল ৮বছর। ভ্যাকসিন আবিষ্কার গবেষনারত
#কোভিড-১৯(করোনা ভাইরাস)
প্রথম শনাক্ত করা হয় ২০১৯ সালের ডিসেম্বর মাসে। সময়কাল ৭মাস(সবেমাত্র শুরু) ভ্যাকসিন আবিষ্কার, গবেষনারত।
বাংলাদেশ এখন ৩য় স্টেজে অবস্থান করছে। অতএব সামাজিক সংত্রুমন শুরু হয়ে গেছে। এখন যদি সামাজিক দুরুত্ব বজায় রাখা না হয় তাহলে আর কিছুদিনের মধ্যে দেখতে পাওয়া যাবে চারিদিকে শুধু হাহাকার। লাশ নিয়ে যাওয়ার কোনো মানুষ খুজে পাওয়া যাবে না। অতএব দেরি না করে আমাদের এখনই সচেতন হতে হবে।
তবে সবশেষে একটা কথাই বলতে চাই
হ্যা এমন কিছু মানুষ আছে লকডাউন খুলছে না বলে দিশেহারা হয়ে পড়েছে তাদের উদ্দেশ্য একটা কথাই বলতে চাই, আপনারা একটু ভাবুন যে আর কিছুদিন লকডাউন থাকা ভালো নাকি লকডাউন খুলে দিয়ে তাড়াতাড়ি কবরে যাওয়া ভালো।
ভাবুন তো একবার!!
2
4
ভালো লিখেছেন অনেক, জানার মতো কিছু তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ।