কেমন আছেন সবাই। আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন। যেকোন কাজে উৎসাহটা কি। এই বিষয়ে কিছু লিখতে চাই।
অনেক বেশি আগ্রহ নিয়ে খুশি মনে, যেকোনো কাজ শুরু করা এবং সামান্যতম বিরক্তি ছাড়া কাজটি শেষ করাকে কাজটির প্রতি উৎসাহ বলে......।।।
যেকোনো কাজে উৎসাহ দেখানো ভালো, খারাপ নয়, কিন্তু কোনো কোনো ব্যক্তি বলে অতি উৎসাহ খারাপ,,,,
তারা ভুল বলে, হ্যা তারা ভুল বলে,,,,কারন, কোনো কাজ করতে গেলে ভুল হতেই পারে, ব্যর্থতা আসতেই পারে কিন্তু যারা একদম কিছুই করে না, তাদের কোনো ভুল হয়না, তাদের দ্বারা কখনোই ভালো কিছু আসতেও পারেনা,,,,,কোনো জয় তারা আনতে পারে না।
কিন্তু যারা উৎসাহ নিয়ে কাজ শুরু করে এবং বারবার ভুল হওয়া শত্ত্বেও লেগে থাকে তাদের একদিন না একদিন বড় জয় আসে....।।। জীবন যুদ্ধে জয়ী হয় তারাই। সেজন্য উৎসাহকে কখনোই "অতি" দ্বারা ছোট করা উচিত নয়। অতি হোক কিংবা বেশি উৎসাহটা প্রয়োজন।
মোটকথা, কাজের প্রতি প্রচুর পরিমাণে উৎসাহ প্রয়োজন।
ছোটবেলায় পড়া, "একবার না পারিলে দেখো শতবার", সেই কবিতার লাইনের মতোই উৎসাহ নিয়ে কাজ চালিয়ে যেতে হবে.... বার বার ভুল হলেও, ব্যর্থতা আসলেও হাল ছেড়ে দেওয়া যাবে না....।।।
তবেই চেষ্টা করতে করতে একদিন অনেক বড় জয় আসবে....।।।
যে জয় খুব কম জনই অর্জন করতে পারে....।।।
তাইতো শুধুই উৎসাহ নিয়ে চেষ্টা করা, এগিয়ে যাওয়া প্রয়োজন ......৷।।।
যদি আর্টিকেলটা আপনার ভাল লাগে তাহলে লাইক, কমেন্ট করে পাশেই থাকুন।
উৎসাহটা হচ্ছে মনের ব্যাপার আর আত্মবিশ্বাস। যদি মন ঠিক থাকে আর আত্মবিশ্বাস তুঙ্গে থাকে তবে সফল হওয়া সম্ভব