Hi guys.It’s @rdredoy131260 once again.today i am going to write a little bit big article. So,want to write down the article in bangla and sorry for that.
হুমায়ূন আহমেদ আফসোস করে বলেতেন, ‘কচ্ছপ কোনো কাজে আসে না, কিন্তু তারা ৩০০বছর বাঁচে। মানুষের কতো কাজ, অথচ মানুষ বাঁচে ৫০-৬০বছর।’
প্রকৃতি আসলে বড়ই রহস্যময়। কচ্ছপ ৩০০-৪০০বছর বাঁচে। প্রকৃতিগতভাবে এক প্রজাতির জেলিফিস রয়েছে যার নাম ‘টুরিটসিস ডোরনি’। যাকে অমর হিসেবে ধরা হয়। হাজার বছর বাঁচে এরা। কখনও ভেবেছেন, মানুষের প্রতি প্রকৃতির এই রোষানল কেন? কেন মানুষ এতো কম বাঁচে? একটা সাধারণ উত্তরও পেয়েছি এ বিষয়ে। প্রকৃতি আসলে চায়-ই না মানুষ বেশিদিন বাঁচুক! কারণ, প্রকৃতির সবচেয়ে বড় ক্ষতি যদি কোন প্রাণী করে থাকে সেটা হচ্ছে মানুষ। মানুষ যেদিকে গেছে প্রাণীজগতের, পরিবেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছে।
অমরত্বের দেখা বা সন্ধান পাওয়া বর্তমানে সম্ভব না। তবে 'দি অরিজিনালস' সিরিজটি দেখে হালকা ধারণা পাওয়া সম্ভব। মানুষ অমরত্বের নাগাল পেলে কী কী হতে পারে তা সিরিজটায় সুন্দরভাবে ফুটে উঠেছে।
‘দি ভ্যাম্পায়ার ডাইরি’ সিরিজিটি যারা দেখেছেন তারা জানেন ‘অরিজিনাল ভ্যাম্পায়ার’ সর্ম্পকে। ইতিহাসের প্রথম ভ্যাম্পায়ার এরা। হাজার বছর বয়স। মোটামুটি অমর বলা যায়। যাদের থেকে সব ভ্যাম্পায়ারের সৃষ্টি। প্রচলিত কোন অস্ত্রেই হত্যা করা যায় না তাদের। সেই অমর অরিজিনাল ভ্যাম্পায়ারদের গল্প নিয়েই ‘দ্যা অরিজিনালস’ সিরিজের গল্প।
হাজার বছর আগে ভার্জিনিয়ার মিসটিক ফলসে থাকতো ‘মাইকেলসন পরিবার।’ পরিবারের প্রধান মাইকেল ভাইকিংসের ভয়ানক এক যোদ্ধা। উনার স্ত্রী জাদুবিদ্যায় পারদর্শী। গ্রামে তখন ওয়ারউলফের ব্যাপক আনাগোনা। অনেক মানুষ প্রাণ হারিয়েছে। ঘটনাক্রমে মাইকেলসন পরিবারেরও এক সন্তান মারা যায় নেকড়ের কামড়ে।
শোকে কাতর জাদুবিদ্যায় পারদর্শী মা তার বাকি সন্তানদের বাঁচাতে মরিয়া হয়ে উঠেন। ভিন্ন এক পন্থা অবলম্বন করেন। সন্তানদের অমর করতে জাদুবিদ্যার আশ্রয় নেন। তাতে সাফল্য ও মেলে। কিন্তু বিপত্তি বাধে অন্য জায়গায়। প্রকৃতির নিয়মের সাথে খেলা করায় প্রকৃতির রোষানলে পড়ে তারা। সন্তানরা হয়ে যায় রক্তখেকো। মানে ভ্যাম্পায়ার। গ্রামের পর গ্রাম মানুষ মেরে ধ্বংস করে ফেলে সন্তানরা। পিতা মাইকেল কোন পথ না দেখে স্ত্রীর সহায়তায় হয়ে যায় 'ভ্যাম্পায়ার শিকারি'। সন্তানদের হত্যার পরিকল্পনা করে পিতা-মাতা। সিরিজের ব্যাকস্টোরি মূলত এটাই।
‘দি ভ্যাম্পায়ার ডাইরি’র স্পীনঅফ সিরিজ হলে কি হবে আমার কাছে ‘দি অরিজিনালস’ অনেক দিক বিবেচনায় ‘দি ভ্যাম্পায়ার ডাইরি’ থেকে ভালো লেগেছে। এই সিরিজে দেখানো হয়েছে পরিবারের অটুট বন্ধন। অমরত্ব পাবার পার্শ্বপ্রতিক্রিয়া। ভাই-ভাই সম্পর্কের এক দারুণ রসায়ন। যা আপনাকে হাসাবে, কাঁদাবে, সিরিজটায় নেশাগ্রস্ত করে দেবে। ডায়লগ, ব্যাকগ্রাউন্ড মিউজিক, সবার অভিনয় এক কথায় 'মুগ্ধকর'।
ক্লাউস চরিত্রে জোসেফ মরগ্যান তাঁর ক্যারিয়ার সেরা অভিনয় দেখিয়েছেন এই সিরিজে। তাঁর কথা না বললেই নয়। আহা অভিনয়! ক্লাউস যখন হিংস্র উন্মাদনায় 'আইএম দি অরিজিনাল হাইব্রিড, আই এম ক্যান নট বি কিলড। আই উইল হান্ট ইউ অল ডাউন' বলে শরীরের লোম দাঁড়িয়ে যায়।
সব অকেশনে থ্রীপিস স্যুট পরিহিত ইলাইজা চরিত্রে ড্যানিয়েল গিলিস জোসেফ মরগ্যানের সাথে পাল্লা দিয়ে অভিনয় করেছেন। এই দুইজনই সিরিজের প্রাণ। আমার পারসোনাল ফেবারিট।
আপনি যদি ভ্যাম্পায়ার, ওয়ারউলফ, ফ্যান্টাসি, সুপারন্যাচারাল ড্রামা পছন্দ করেন তাহলে আজই দেখা শুরু করুন 'দি অরিজিনালস'। আপনার জন্য এক দুর্দান্ত এডভেঞ্চার অপেক্ষা করছে। হ্যাপি ওয়াচিং।
The Originals (5 seasons)
Fantasy, Supernatural drama
IMDb : 8.2/10
Personal Rating : 8.5/10
Tomatoes : 84%
If you not subscribe me yet,please subscribe.
God bless us.
I am Subcribe please Subcribe me..