তোমার চলে যাওয়াটা অন্তত মানবিক হতে পারতো।
বিচ্ছেদের সিদ্ধান্তটা তো একে অন্যের সাথে আলোচনা করেও নিতে পারতাম বলো।আমি না হয় একটু বেশিই পাগলামী করতাম; চোখের জলে তোমার শার্ট ভিজিয়ে ফেলতাম।
তবুও তো আমাদের শেষ দেখাটা হতো।শেষ বারের মতো একবার জড়িয়ে ধরা যেতো।জোর করে তো আর ভালোবাসা হয় না,মনের বিরুদ্ধে গিয়ে কারো সাথে থাকাও যায় না এটা না হয় একটু সময় নিয়েই বুঝতাম।
তাও তো ভালোবাসার প্রতি সম্মান টা থাকতো বলো।
কিছু সত্য না হয় মিথ্যের আড়ালেই থাকতো বিশ্বাসঘাতক না হলেও পারতে।প্রতারক হওয়ার কি খুব দরকার ছিলো??সাধারণ মানুষটা হয়েই থাকতে না হয়।তবুও তো ভালোবাসাটা ভালো থাকতো।
অন্তত বছর পাঁচেক পর দেখা হলে ঘৃণায় মুখ না ফিরিয়ে হেসে কাছে যাওয়া যেতো।কিংবা কোন এক বৃষ্টির দিনে আমাদের কাটানো ভালো মুহুর্ত গুলো ভেবে ঠোঁটে এক চিলতে হাসি ফুটতো।
আমরাও ভালোবেসে একে অন্যের পাশে ছিলাম এই ভেবে না হয় একটু দীর্ঘশ্বাস ফেলতাম।তবুও তো স্মৃতি গুলো বিষাক্ত মনে হতো না।এতটা কঠিন না হলেও পারতে!নরম স্বরে না হয় বুঝিয়েই বলতে আমার সাথে তোমার ঠিক যাচ্ছেনা।
আমি কি জোর করে থেকে যেতে চাইতাম?জোর করে কি আদৌ কারো জীবনে থাকা যায়? আমি তো কেবল একবার কথা বলতে চেয়েছিলাম,শুধু একবার। অথচ তুমি কেমন আমার সকল অনুরোধকে পায়ে মাড়িয়ে চলে গিয়েছিলে।
এমন নিষ্ঠুরতা কোন পাঠশালা থেকে শিখেছিলো গো।
মিথ্যে মিথ্যে ভালোবাসা আর প্রতিশ্রুতির কোন দরকার ছিলো কি?স্বপ্নগুলোকে এইভাবে গলা টিপে মারতে পারলে?যে মানুষ টা ভালোবেসে তোমার জন্য এতটা সেক্রিফাইস করলো তাকে এতটা নির্মমভাবে না ঠকালেও পারতে।অন্তত ভালোবাসার প্রতি তার বিশ্বাস টা বেঁচে থাকতো।
জানো,তোমার প্রতি ভালোবাসাটা না আজও তোমাকে ঘৃণা করতে দিচ্ছে না।আর তোমার বর্বরতাগুলো নতুন করে তোমাকে ভালোবাসতেও দেয় না।এই যন্ত্রণাদায়ক অনুভূতিটার তীব্রতা তুমি বুঝবেনা জানি। কিন্তু চেয়ে দেখো ঘৃণা আর ভালোবাসার মাঝামাঝিতে পৃষ্ট হয়ে আজও কেমন মরতে মরতে বেঁচে আছি আমি।
তবুও রোজ তোমার দেওয়া ক্ষতগুলো নিরব চিৎকারে শুধু একটা কথাই বলে!'এতটা অমানবিক না হলেও পারতে প্রিয়' এতটা অমানবিক না হলেও পারতে💔
@rdredoy
Sad love story..sotti e sesh ta valo holeo parto...ata ki shotto ghotona naki banano