শিক্ষাই জাতীর মেরুদণ্ড

2 15
Avatar for rabiul25447
4 years ago

আসসালামু আলাইকুম।আশা করি সকলে ভালো আছেন, আজ আপনাদের সাথে শিক্ষা নিয়া দু,চারটি কথা বলবো ইনশাআল্লাহ। সকেল আমার একাউন্টটি subscribe করবেন এবং পোস্ট এ লাইক, কমেন্ট দিয়ে সাথে থাকবেন ইনশাআল্লাহ আমিও আপনাদের সাথে থাকবো।

"শিক্ষাই জাতীর মেরুদণ্ড " কথাটা কি সঠিক?? কেউ বলবেন সঠিক আবার কেউ বলবেন সঠিক না। আসলে কথাটা সঠিক নয়, কার শিক্ষার মধ্যে ভাগ আছে :১/সু-শিক্ষা(ভালো শিক্ষা) , ২/ খারাপ শিক্ষা।অতএব শিক্ষার মধ্যে এ দুটিই বিদ্যমান রয়েছে, তাই "শিক্ষাই জাতীর মেরেদন্ড "না বরং" সু-শিক্ষাই জাতীর মেরুদণ্ড "। আশা করি সকলে বিষয়টা বুজতে পারছেন।

ধন্যবাদদ সবাইক, সকলের সুস্থতা কামনা করছি, খোদা হাফেজ

4
$ 0.00
Avatar for rabiul25447
4 years ago

Comments

আপনার উপস্থাপন খুব সুন্দর হয়েছে। আমিও কিছুদিন আগে একটা কমেন্ট বক্সে বলেছিলাম শিক্ষা জাতির মেরুদণ্ড না,সু-শিক্ষা জাতির মেরুদণ্ড তখন সবাই আমার বিরুদ্ধে প্রতিবাদ করছিলো বাট তারা এটা চিন্তা করেনি জে শিক্ষা তো এখন প্রতিটা ঘরে ঘরে আছে বাট কয়টা ছেলে আছে সু-শিক্ষিত?ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট করার জন্য।

$ 0.00
4 years ago

অনেক সুন্দর একটি বিষয় নিয়ে লিখেছেন।সুন্দর হয়েছে।ধন্যবাদ

$ 0.00
4 years ago