আসসালামু আলাইকুম। আমি আমার মায়ের দেওয়া কিছু উপদেশ নিচে বলে যাচ্ছি, আপনারা আপনাদের মায়ের দেওয়া কিছু উপদেশ বলে যান........
মা কথাটি খুবি আপন সবার কাছে। পৃথিবীতে সবচেয়ে ভালোবাসার অধীকারি হলো নবী স. এর পর হলো মায়ের স্থান।মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। মা কথাটি অতি ছোট কিন্তু এর মর্মতা অনেক যা বলে শেষ করা যাবে না।
আমার মায়ের দেওয়া কিছু উপদেশ হলো :
১/ বাবা ৫ ওয়াক্ত নামজ পরবি ঠিক মতো।
২/ বাবা সবসময় সঠিক সময়ে খাওয়া দাওয়া করবি।
৩/ বাবা ঠিক মতো লেখা পড়া করবি,ক্লাসে ফাস্ট হতে হবে তোকে।
৪/ বাবা রোদ্রে ঘোরাফেরা করবি না।
৫/ বাবা কারো সাথে ঝগড়া বিবাধ করবি না।
৬/ বাবা জীবনে কখোনো হাল ছাড়বি না, বার বার ট্রাই করবি, "একবার না পারিলে দেখো শতবার"
এরকম অনেক উপদেশ মা দিতে, তখন না বুজলেও এখন বুজি এর মর্মতা কতটুকু।তাই সকলে মায়েরকথা মেনে চলবেন।এবাং কমেন্টে মায়ের দেওয়া উপদেশ গুলো বলে যান ।
অগ্রিম ধন্যবাদ সকলকে।
I like your article bro. Online platform