7
25
কাঁনা বঘির ছাঁ
ঐ দেখা যায় তালগাছ
ঐ আমাদের গাঁ
ঐ খানেতে বাস করে
কানা বগির ছাঁ
ও বঘি তুই খাস কি?
পান্তা ভাত আর চাসকি?
পান্তা আমি খাই না
পুটি মাছ পাই না
একটা যদি পাই!
ওমনি দরে ঘাপুস ঘুপুস খাই।
আসলেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমার আম্মু ছোটবেলায় এই ছড়াটা শুনাতেন সাথে আমিও সারাদিন ছড়াটা পড়তাম। খুবই ভালো লাগে। সেই দিনগুলো আর ফিরে আসবেনা। ছোটবেলার স্মৃতি তাজা করে দেওয়ার জন্য ধন্যবাদ। খুবই সুন্দর কবিতা