চুলায় পিজ্জা বানানোর সহজ রেসিপি

21 29
Avatar for nipa7
Written by
3 years ago

★★চুলায় পিজ্জা বানানোর রেসিপি ★★

মজাদার পিজ্জা

আমরা চুলায় পিজ্জা বানাতে অনেকেই পারিনা।এবার আনলাম ওভেনের মতো চুলায় পিজ্জা বানানোর সহজ রেসিপি।

★★★যা যা লাগবে:

*ময়দা -আড়াই কাপ

*ঈস্ট -১চা চামচ

*চিনি -২ চা চামচ

*লবন - প্রয়োজন মত

*তেল- ৪ টেবিল চামচ

পিজ্জা

★টপিং করার জন্য যা লাগবে:

*গরুর মাংসের কিমা -১কাপ/

অন্য মাংস ও দিতে পারেন

*আদা বাটা -১/২ চা চামচ

*রসুন বাটা -১/২ চা চামচ

*সয়া সস -৪টেবিল চামচ

*লবন -সয়া সসে লবন আছে তাই স্বাদ মত দিবেন।

*পিয়াজ মোটা করে কাটা- ৪-৫ টা ছোট না

*টমেটো বিচি ফেলে গোল গোল করে কাটা -১ টা বড়

*ক্যপসিকাম- ১ ট বড়, গোল গোল করে কাটা

*মাশরুম-৫ টা স্লাইস

*কাঁচা মরিচ কুচি- ৩টি

*শুকনা মরিচ গুড়া -২ চা চামচ

*টমেটো সস -১ কাপ

*মোজারেল্লা চিজ স্লাইস-কমপক্ষে ৬টা চিজ স্লাইস করা

*অরিগেনো -১চা চামচ ( অপশনাল, তবে পিজ্জার ভালো ফ্লেভার পাওয়া যায়

উপকরণ সহ পিজ্জা

★★★প্রস্তুত প্রণালী:

***মাংসের কিমা আদা বাটা, রসুন বাটা,সয়া সস লবন দিয়ে মাখিয়ে রেখে দিন ১ ঘন্টা।এরপর অল্প তেলে ভেজে নিন। পেয়াজ ও বাকী যে সবজি দিতে চান সেগুলো জোড়ে জ্বালে অল্প সময় ভাজবেন যেন সবজি শক্ত থাকে।

***১ কাপ হাল্কা গরম পানিতে ১ চা চামচ চিনি গুলে ইস্ট ভিজিয়ে রাখুন ১০ মিনিট, ১০ মিনিটে ফুলে উঠবে ইস্ট না হলে বুঝবেন ইস্ট ভালো না, পানি অবশ্যই হাল্কা গরম করে দিবেন।

***আরেক পাত্রে ময়দা ,১ চা চামচ চিনি ও ৩ টেবিল চামচ তেল দিয়ে মেখে নিন , ইস্ট মেশানো পানি ঢেলে দিন ময়দার মিশ্রনে, খামির অনেক নরম করার জন্য অনেক সময় নিয়ে মাখুন, মসৃন ডো হবে, শেষের দিকে আধা চা চামচ লবন দিয়ে মেখে নিবেন।

*** হাত দিয়ে প্রায় ১৫ থেকে ৩০ মিনিটের মতো ময়দা মাখুন যাতে ময়দার ডোটার স্টিকি ভাব কমে গিয়ে রাবারের মতো হয়ে যাবে, যখন ডো রেডি হবে তখন রাবারের মতো পাত্র থেকে উঠে আসবে টান দিলে। নরম ডো তৈরী হবে। এখন চুলার পাশে বা দুই চুলা কম জ্বালে জ্বালিয়ে রেখে পাত্রটা মাঝে ঢেকে রাখতে হবে ১ ঘন্টা।

***১ ঘন্টা পর ময়দার খামির ফুলে গেলে খামিরটাকে ১ থেকে ৩ ভাগ পর্যন্ত করতে পারবেন।তোমার পছন্দমতো, ১ ভাগ নিয়ে ৮ ইন্চি ছড়ানো সমান তলা ওয়ালা গোল এলুমিনিয়াম , স্টিলের, বা ননস্টিক বেকিং পিজ্জা পাত্রে অল্প তেল মাখিয়ে নিয়ে তার উপর ময়দার ডো রেখে হাত ব্যবহার করে ছড়িয়ে দিবে পাত্রের ধার পর্যন্ত, মাঝের দিকটা পাতলা থাকবে ধারের দিকটা একটু মোটা রাখবেন।

***ডো ছড়ানো হলে প্রথমে সস মাখাবেন।এবার মোজ্জারেল্লা চিজ সবজি কুরুনিতে কুরিয়ে ছড়িয়ে দিবে রুটির কোনা পর্যন্ত, যত বেশী দিবে তত স্বাদের হবে, তারপর , মাংস ছড়াবেন, সবজি ছড়াবেন, কাঁচা মরিচ দিবেন,শুকনা মরিচের ছোট পিস ছড়াবেন, অরিগেনো ছড়াবেন।

পিজ্জা রেসিপি

***চুলায় একটা বড় পাতিল ২ কাপের মতো বালি দিয়ে একটা পাতিল রাখার স্টিলের স্ট্যন্ড বসাবেন এবার বড় পাতিল ঢেকে ৫ মিনিট বেশী আঁচে গরম করে রাখুন। এবার ঢাকনা খুলে পিজ্জার পাত্র পাতিলের ভিতর স্টিলের স্ট্যন্ডের উপর বসিয়ে ঢেকে দিয়ে ভারী কিছু দিয়ে চেপে দিন, ২ মিনিট বেশী আঁচে ই থাকবে তারপর জ্বাল মাঝারী করে ৫ মিনিট তারপর ১০ মিনিট আরো কম তাপে রাখবেন।

***একটা কাঠি পিজ্জার পাশে গেথে যদি পরিস্কার বের হয়ে আসে তবে বুঝবেন হয়ে গেছে, যদি তলায় ক্রিসপি করতে চান লাল লাল বেশী হওয়া পর্যন্ত রাখবেন, হয়ে গেলে নামিয়ে ছুড়ি দিয়ে ধার গুলো ও তলা ছাড়িয়ে নামিয়ে পিজ্জা কাটার দিয়ে কেটে গরম পরিবেশন করুন।

তৈরি পিজ্জা

★★★নোট:

*চুলা টু চুলা ওভেন টু ওভেন ভেরী করে তাই খেয়াল রাখবে যাতে পুড়ে না যায়, (সময় কম বা বেশী লাগতে পারে )

সবাইকে অসংখ্য ধন্যবাদ।

5
$ 0.00
Avatar for nipa7
Written by
3 years ago

Comments

Wow it's so yummiiiii 😋

$ 0.00
3 years ago

আপনার চুলায় বানানো পিজ্জা দারুন হয়েছে। আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। পিজ্জা তৈরীর উপকরণ সমূহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ

$ 0.00
3 years ago

Thanks

$ 0.00
3 years ago

লুকস লাইক সো ইয়াম্মী😋😋😋😁😁😁...আপনি কি সত্যি এটা বাসায় ট্রাই করেছেন?।। Cmnt here pls:- https://read.cash/@IrfanSagor/taken-from-the-life-of-an-expatriate-7fcb9ca0

$ 0.00
3 years ago

really thank you so much

$ 0.00
3 years ago

Joss to..eita easy lagtese onek..try korbo chulate😊

$ 0.00
3 years ago

thanks God bless u

$ 0.00
3 years ago

খুব হয়েছে আপু।।

$ 0.00
3 years ago

My dear, i dont understand what you write, but i can see on picture what about your post is. Pizza is a very popular food in my country, we can eat them at restaurant or even as a street fodd, but also we prepare at home very often

$ 0.00
3 years ago

Thank you so much Well come

$ 0.00
3 years ago

Really its a learning article,,keep it up

$ 0.00
3 years ago

yep thank u

$ 0.00
3 years ago

পিজ্জা খুব মজাদার একটি খাবার। বাসার প্রায় সবাই এটি খুব পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা। আমি এর আগে একবার ট্রাই করেছিলাম পিজ্জা বানানোর কিন্তু ওতোটা ভালো হয়নি। আমি আপনার দেওয়া নির্দেশনা অনুযায়ী আবার চেষ্টা করবো। ইনশাল্লাহ এবার ভালো হবে।

$ 0.00
3 years ago

Onka yummmmi recipe apu khub valo lage amar ai pizza base dam baira tai basai baniya khawa onno rokom lage

$ 0.00
3 years ago

thanks

$ 0.00
3 years ago

Wlc

$ 0.00
3 years ago

পিজ্জা ঘরে বানিয়ে খাওয়ার মজায় আলাদা, চুলা ছাড়া অন্য কোনো পদ্ধতিতে কিভাবে বানানো যাবে?

$ 0.00
3 years ago

মাইক্রো ওভেনে

$ 0.00
3 years ago

মাইক্রো ওভেনে পিজ্জা বানানো যাবে//

$ 0.00
3 years ago

ধন্যবাদ আপু। আপনার সাপোর্ট আশা করছি। আমার আর্টিকেলগুলোতে লাইক কমেন্ট করলে খুশি হতাম

$ 0.00
3 years ago

ok dear

$ 0.00
3 years ago