8
31
শুধুমাত্র একখণ্ড আকাশ পেলে একটা বুক চাপা অভিমান দীর্ঘশ্বাস দিয়ে ছেঁড়ে দিবো মহাশূন্য বরাবর।
যারা অভিশপ্ত হতে ভয় পায় তারা আমার আকাশের তলে স্থান পাক, আমি চাই-
যারা কার্পণ্য নিয়ে বেঁচে আছে তারা আমার আকাশের নিচে নিরাপদে থাকুক।
যতটুকু অস্বস্তি নিয়ে দাপড়াচ্ছে সময় নিয়মের প্রতিকূলে নিয়ম হয়ে, সরলের পরিবর্তে জটিল
গোলকধাঁধার রোমন্থনে পেঁচিয়ে যাচ্ছে দীর্ঘদিনের পরিচয়;
যতটা উত্তেজিত হয়ে খুন হচ্ছে আজন্ম জেগে থাকা অপেক্ষারত মহাপ্রেমিক!!
Well written