দুই মেয়ে দাবা খেলতেছে.
মেয়ে ১ : বাদ দে yaar, আর খেলব না.
মেয়ে ২ : ঠিক আছে. তোর তো শুধু
একটা হাতি বেঁচে আছে আর আমার
একটা ঘোড়া
.
.
এমন সময় একটা ছেলে আসল. :-@
ছেলে : চল দাবা খেলি.
২ জন মেয়ে : না না তুমি তো
জিতবা-ই.
ছেলে : তাহলে তোমরা দুইজন আমি
একা.
২ জন মেয়ে :
তাও তুমি আমাদের সহজে হারিয়ে
দেবে.
ছেলে : তাহলে এক কাজ করি আমি
বা-
হাতে খেলব আর তোমরা ডানহাতে.
২ জন মেয়ে(অনেকক্ষণ
চিন্তা করে মনে মনে অনেক খুশি
হয়ে) :
ঠিক আছে.
তারপর যা হওয়া উচিত ছিল ঠিক তা-ই
হল কোন ব্যতিক্রম হল না.
মেয়েরা পাঁচ মিনিটের মধ্যেই
ছেলেটার কাছে হেরে গেল.
তারপর ছেলেটি চলে গেল.
মেয়ে ১ :
দেখলি ছেলেটা বা হাতে খেলেই
আমাদের হারিয়ে দিল!!!
মেয়ে ২(কিছুক্ষণ চিন্তা ভাবনা
করে) :
ছেলেটা নিশ্চয় আমাদের
বোকা বানিয়ে গেছে.
মেয়ে ১ : কীভাবে??
মেয়ে ২ : ছেলেটা নিশ্চয় বা-হাতি .
মেয়ে ১ :
ইসসস!! ছেলেটা কি বাটপার!!
দুই মেয়ে দাবা খেলতেছে. মেয়ে ১ : বাদ দে yaar, আর খেলব না. মেয়ে ২ : ঠিক আছে. তোর তো শুধু একটা হাতি বেঁচে আছে আর আমার একটা ঘোড়া . . এমন সময় একটা ছেলে আসল. :-@ ছেলে : চল দাবা খেলি. ২ জন মেয়ে : না না তুমি তো জিতবা-ই. ছেলে : তাহলে তোমরা দুইজন আমি একা. ২ জন মেয়ে : তাও তুমি আমাদের সহজে হারিয়ে দেবে. ছেলে : তাহলে এক কাজ করি আমি বা- হাতে খেলব আর তোমরা ডানহাতে. ২ জন মেয়ে(অনেকক্ষণ চিন্তা করে মনে মনে অনেক খুশি হয়ে) : ঠিক আছে. তারপর যা হওয়া উচিত ছিল ঠিক তা-ই হল কোন ব্যতিক্রম হল না. মেয়েরা পাঁচ মিনিটের মধ্যেই ছেলেটার কাছে হেরে গেল. তারপর ছেলেটি চলে গেল. মেয়ে ১ : দেখলি ছেলেটা বা হাতে খেলেই আমাদের হারিয়ে দিল!!! মেয়ে ২(কিছুক্ষণ চিন্তা ভাবনা করে) : ছেলেটা নিশ্চয় আমাদের বোকা বানিয়ে গেছে. মেয়ে ১ : কীভাবে?? মেয়ে ২ : ছেলেটা নিশ্চয় বা-হাতি . মেয়ে ১ : ইসসস!! ছেলেটা কি বাটপার!!