প্রত্যেক মানুষই চায় অন্যের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে। প্রতিবেশী ,বন্ধুবান্ধব এবং সহচরদের সাথে কেউ তিক্ত ও অপ্রীতিকর অবস্থা সৃষ্টি করতে চায় না ।সকলেই একে অন্যের প্রিয়পাত্র হতে ইচ্ছুক ।কিন্তু কোন মানুষ এমন ইচ্ছা করে এটা কি কোনদিন কেউ ভেবেছে? অন্যের কাছে ভালো হওয়ার জন্য মানুষের মনে কেন এই প্রবণতা ?
আমরা যদি গভীরভাবে চিন্তা করি তাহলে দেখব, এর কারণ আছে। প্রতিটি মানুষের সহজাত আকাঙ্ক্ষাই হলো, তার সম্পর্কে সবাই উচ্চ ধারণা পোষণ করুক। তাকে সবাই বিশ্বাস করুক, ভালোবাসুক। অপরের দৃষ্টিকটুও হওয়া প্রত্যেকের কাছেই পীড়াদায়ক। এই প্রবণতা, বিক্ষুক থেকে শুরু করে রাজা-বাদশা পর্যন্ত সকলের মধ্যে দেখা যায়।
একজন দোকানদার মনে করে মানুষের সাথে তার সম্পর্ক অনেক মধুর হোক এবং সবাই তাকে সৎ বলে বিবেচনা করুক। এতে তার ব্যবসায় উন্নতি এবং প্রসার হওয়ার সম্ভাবনা আছে। একইভাবে উকিল-মোক্তার চিকিৎসক ব্যবসায়ী কারখানার মালিক এককথায় প্রত্যেক চায় সমাজের মানুষের সাথে তার সম্পর্কে ব্যাপক থেকে ব্যাপকতার হোক। সকলেই তার সম্বন্ধে ভালো ধারণা পোষণ করুক।
গণতন্ত্রের একটি বৈশিষ্ট্য হলো যাদের উপর সংখ্যাগরিষ্ঠ লোকের আস্থা আছে তিনি দেশ এবং সমাজ পরিচালনা করবেন ।তাই যেদিন থেকে গণতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে সেদিন থেকেই মানুষের মধ্যে জনপ্রিয়তা লাভের আকাঙ্খা একটি স্বতন্ত্র আর্টে পরিণত হয়েছে ।সমাজের মধ্যে সহজে জনপ্রিয় ও সার্থক বৃদ্ধির জন্য একটি পন্থা তৈরি হয়েছে যার সাহায্যে একজন ব্যক্তি খুব সহজেই সমাজের জনপ্রিয় হতে পারে এই কৃত্রিম পন্থায় মাধ্যমে সেই ব্যক্তি অল্প সময়ে মানুষের মধ্যে তার সম্পর্কের পরিধি ব্যাপকতার করতে পারে । মোটকথা কখনো কখনো প্রেম প্রীতি অর্থ-সম্পদের মান সম্মান এবং উচ্চ মর্যাদার অন্যের নিকট প্রিয়তম করে তুলতে বাধ্য করে। কারণ ,সে চায় সমাজের মানুষ তার সম্পর্কে ভালো ধারণা পোষণ করুক এবং তাকে দেখুক।
যুগ যুগ ধরে এমন আকাঙ্ক্ষা পূরণের জন্য মানুষ নানান ধরনের প্রচেষ্টা চালিয়ে আসছে কেউ দাওয়াত করে খাওয়াচ্ছে আবার কেউবা দারিদ্রকে সাহায্যের জন্য উপদেশ দিচ্ছে সহায়-সম্বলহীন সমবেদনায় কাঁদো কাঁদো কন্ঠে বক্তৃতা দিচ্ছে কেউ কেউ অন্য বস্ত্র হারাদের ডাল-ভাতের দাবি নিয়ে কৃত্রিম মানব প্রেমের পরাকাষ্ঠা দেখাচ্ছে অনেকেই চাষী মজুর সর্বহারাদের কাতারে দাঁড়িয়ে তাদের অধিকার নিয়ে সংগ্রামের অভিনয় করছে তারপর গণ সমর্থন আদায় করে ক্ষমতা দখলের পথ তৈরি করেছে কখনোবা পবিত্র চরিত্রের ভান ধরে মানুষের সামনে আসছে আবার কখনো বা ক্ষমতা বহির্ভূত ব্যাপারে হাত বাড়াচ্ছে।
এভাবে অসংখ্য উপায় জনপ্রিয়তার পথ করে নিচ্ছে মানুষের সাথে সম্পর্কের উন্নতি ও প্রসারের ক্ষেত্রে অনেক এর উদ্দেশ্য দিনের আলোর মত পরিষ্কার স্পষ্ট বোঝা যায় সে কি উদ্দেশ্যে এসব করেছে আবার অনেকে ধরাছোঁয়ার বাইরে থাকলেও একটু গভীরভাবে তলিয়ে দেখলে তার আসল উদ্দেশ্য বুঝতে অসুবিধা হবে না।
Is is really amazing information