এক সময়ের খরস্রোতা নদীটাও আজ নীরব, শত যন্ত্রণা, বঞ্চনা সহ্য করতে করতে নিজের অস্তিত্বের বিলীন হয়েছে। চারদিকে শুধু মরুভূমি নেই কোনো সজীবতা।
আমার তান্ডব দেখে ভীত হতো সবাই, মুগ্ধ হতো দেখে আমার বিশালতা।
তবে আজ আমি বিষণ একা, বিরাজমান শূন্যতা। এই অন্তিম মূহুর্তে আমার মাঝে শুধুই নীরবতা
যেখানে নিজের সম্মান টুকু থাকে না সেখানে একা থাকাই শ্রেয়। সব কিছুর শুরু আছে কিন্তু শেষ নেই। কিন্তু মৃত্যু এমন এক জিনিস যার শেষ থেকেই শুরু হয়।