নীরবতা

9 25
Avatar for mdfaysal
4 years ago

এক সময়ের খরস্রোতা নদীটাও আজ নীরব, শত যন্ত্রণা, বঞ্চনা সহ্য করতে করতে নিজের অস্তিত্বের বিলীন হয়েছে। চারদিকে শুধু মরুভূমি নেই কোনো সজীবতা।

আমার তান্ডব দেখে ভীত হতো সবাই, মুগ্ধ হতো দেখে আমার বিশালতা।

তবে আজ আমি বিষণ একা, বিরাজমান শূন্যতা। এই অন্তিম মূহুর্তে আমার মাঝে শুধুই নীরবতা

5
$ 0.00

Comments

যেখানে নিজের সম্মান টুকু থাকে না সেখানে একা থাকাই শ্রেয়। সব কিছুর শুরু আছে কিন্তু শেষ নেই। কিন্তু মৃত্যু এমন এক জিনিস যার শেষ থেকেই শুরু হয়।

$ 0.00
4 years ago

আপনার মূল্যবান উক্তিটির জন্য অনেক কৃতজ্ঞ।

$ 0.00
4 years ago

বড় বড় মনোবিজ্ঞানীরা বলে গিয়েছে,যেখানে শেষ সেখানেই শুরু।মৃত্যু ব্যতিত ছাড়া কোন কিছু শেষ নেই। কোনো কিছুর চেষ্টার ফলে আমরা পুনরায় তাঁর অপূর্ব রূপ ফিরিয়ে আনতে পারে।

$ 0.00
4 years ago

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান উক্তির জন্য। আসা করি এইভাবে লাইক, কমেন্টস করে পাশে থাকবেন😇

$ 0.00
4 years ago

কেনো নিরবতা পালন করছেন??যেখানে শূন্য হয়েছে সেখান থেকে নতুন ভাবে নতুন রুপে নিজেকে আবিষ্কার করেন,, অতীতের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে কাজে লাগান,, অতীতের ব্যর্থতা কখনো আমাদের জীবন থামিয়ে রাখতে পারেনা।

$ 0.00
4 years ago

জীবন বহমান নদীর মতো। গন্তব্যে পৌছালেই তার সমাপ্তি।ভাগ্যে যা আছে তা হবেই। শত চেষ্টাও সেখানে কাজে আসে না। কি লাভ বৃথা চেষ্টা করে? ফলাফল তো শূন্যই হবে। আমরা সবাই স্বার্থপর, প্রয়োজনে পাশে। অপ্রয়োজনে বাশে 😅

$ 0.00
4 years ago

না ডিয়ার ভুল বলছেন,, জন্ম,মৃত্যু, আর বিয়ে ছাড়া বাকি সব ভাগ্যে নিয়ন্ত্রণ ক্ষমতা আমাদের আছে..আমাদের প্রচুর চেষ্টা করতে হবে,,একবার হেরে গেলে বারবার চেষ্টা করতে হবে।ফলাফল বারবার তো আর শূন্য আসবেনা। অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজেরর উপর আত্নবিশ্বাস রাখেন।

$ 0.00
4 years ago

আপনার মূল্যবান দিকনির্দেশনা জন্য আপনার কাছে অনেক কৃতজ্ঞ

$ 0.00
4 years ago

আপনাকেও ধন্যবাদ আশা করি কথাগুলো বিবেচনা করে দেখবেন তাদের ব্যর্থতার জন্য সবসময় হেরে গেছেন সেটা ভাবিয়েন না।

$ 0.00
4 years ago