বড় ইচ্ছে ছিলো, এই অন্ধকার চাদরে আবৃত ঘুমন্ত শহরের রাজ পথে ল্যাম্পপোস্ট এর আলোয় তোমাকে নিয়ে গল্প করতে করতে ঘুরে বেড়াবো।
বড় ইচ্ছে ছিলো, যেনো প্রতিটি সকাল তোমার লাজুক মুখটি দেখে শুরু হয়।
বড় ইচ্ছে ছিলো ,একটা সময় অনেক বয়স হবে, সেদিন হয়তো বা পাঞ্জাবিটা ঠিক ভাবে পড়তে পারবো না,অনেক বকা দিয়েও সেদিনও জামাটা ঠিক করে দিবে।
বড় ইচ্ছে ছিলো, যখন আমরা বুড়ো হবো তখন ফেলে আসা সেই স্মৃতিময় জায়গা গুলো ঘুরবো।আমিতো আবার সব ভুলে যাই, তুমি সব বলো।মাঝে মাঝে ইচ্ছে মতো বকা দিয়ে বলবে পাগলটাকে নিয়ে আর পারলাম না।
বড় ইচ্ছে ছিলো, প্রতিদিন যেনো তোমার বকা খেয়ে সকাল শুরু হয়।
বড় ইচ্ছে ছিলো, প্রতিটি রাতে তোমার কপালে আলতো করে চুমু দিয়ে ঘুমাবো।মাঝে মাঝে তোমার চুলে ব্যানি করতে করতে অনেক গল্প করবো।
বড় ইচ্ছে ছিলো, এক সাথে দুজন বুড়ো হবো। জীবনের শেষ মুহূর্তে তোমার কোলে মাথা রেখে বলবো অনেক ভালোবাসি প্রিয়
#মহারানী👑💞
স্বপ্ন দেখা ভালো।কেনো না স্বপ্ন না দেখলে তা বাস্তব করা যায় না।বাস্তব করতে হলেও আমাদের সকলের স্বপ্ন দেখা উচিত।প্রিয়তমার জন্য সব ইচ্ছে সঠিক ভাবে পালন করতে হলে নিজেকে সৎ রাখতে হবে।আমাদের মনে রাখতে হবে মহান রাব্বুল আলামীন আমাদের জন্য আমাদের প্রাপ্য যা তা এই রেখেছেন।আর শেষ বয়সে সবাই থাকলে পারে না।যৌবন কাল পেরুলেই সবাই বিরক্ত হয়ে যায়।তবে ১০০ ভাগের ৯৫ ভাগ বিরক্ত হলেও বাকি ৫ভাগ তাদেরকেই চাই।ইচ্ছেটা এক পাক্ষিক হলেও ভালোবাসা দিয়ে তা দুইজনের মধ্যে আনা যায়।