ভালবাসার মানে বুঝিনা আজ কি যে করি
মনের অজান্তে হয়েছ আজ অপসরি ।
রূপে লাবণ্যে ভরা হে বেহেস্তের রমণী
ভালবাসি তোমায় বলিব যে আজ কেমনি ।
কি করে বলি শত কথা লুকিয়ে অন্তরে
কথার ফাঁকে বলে ফেলি ভালবাসি তারে ।
ভালবাসি বলি তারে শক্ত কুটির জুড়ে
পাইনি তারে আজও নিজের মতন করে ।
জলের কল কল শব্দে কি যেন বললে
নদীর ঐ কূলে আসলে বুঝিবে সব খুলে ।
সবুজের সমারোহ শিমুল বাগের রাণী
রূপের গুণে হয়েছ আকাশের নীলপুরী ।
কিচির মিচির পাখির ডাকে দুচোখ খোলে
হিমেল বাতাসে দাড়িয়ে থাকি আসবে বলে ।
একবার আসিয়া নড়বড়ে দুছালা নীড়ে
ধমকা বাতাসে বলে যাও ভালবাস মোরে ।
পাশে এসে বলনা একলা কোন রজনীতে
আসনা এক সাথে ঘুরে বেড়াই জোনাকিতে ।
আজ হয়ে গেছ তুমি ভালবাসার বিবাগী
চাঁদনী পশরে তুমি কর আজ আহাজারি ।
তটিনীর বুকে কত পদ্ম ফুলের মেলা
আমায় নিয়ে কর যে হাজার মজার খেলা ।
নিশি রাতে জুৎস্নাকে যে একা একা বলি
সুখ পাখিরে বলিও প্রতিদিন ভালবাসি ।
0
4