Golpo

0 6

উদার তথ্য প্রযুক্তির যুগে আপনি আমি কতটা অনুদার কখনো ভেবেছেন কি?

একটি সৃষ্টির পেছনে অজস্র রাতের গল্প থাকে, সে গল্পের মূল্য দেবার মানসিকতা আপনার আমার নেই!

শ্রোতারা আজ দর্শক হয়ে গেছে, তাই নগ্নতা ছাড়া কোন সৃষ্টিকে উপভোগ করতে চায়না।

' ব্যান্ড প্রলয়' মনে করে, শ্রোতারূপী দর্শকদের ক্ষুধার্ত চোঁখকে সাময়িক শান্তি দেবার জন্যই ভাইরাল নামক 'সস্তা জনপ্রিয়তা' কুড়াবার ট্রেন্ড চালু হয়েছে।সৃষ্টিশীলদের ছাড়াই যেমন ভাইরাল হবার স্বপ্ন দেখে কিছু ভাইরালকামী, ঠিক তেমনি সৃষ্টিশীলরাও শটকার্ট উপায়ে নিজেদের ভাইরাল করতে মগ্ন।

এই লজ্জা কার, এর দায় কে নেবে?

'ব্যান্ড প্রলয়' মনে প্রাণে বিশ্বাস করে ভাইরাল হয়ে পঁচে যাবার চেয়ে অস্তিত্বের জন্য যুদ্ধ করে হেরে যাওয়াটা বেশি সম্মানের।

বিশ্বাস না হলে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে বাকি গানগুলো শুনে দেখতে পারেন।

সস্তা জনপ্রিয়তার লোভে কিছু করিনি, শুধু নিজদেরকে ভেঙেছি আবার গড়েছি নতুন করে বারংবার।

'ব্যান্ড প্রলয়' আশ্বস্ত হয় এই জেনে যে, কোন শহরকে আলোকিত করবার যে প্রয়াস; সে গল্পে আধারের কারণ হয় সেই শহরের মানুষেরাই। এটিই নিয়ম, আর এই নিয়ম ভেঙেই সৃষ্টি হয় অস্তিত্বের সম্ভাবনা।

সবশেষে একটি কথাই বলতে চাই; দর্শকরূপী শ্রোতাদের আচরণে আমরা হতাশ নই, আমরা বিস্মিত!

"আমরা শিখছি এবং শিখবো"

এই চারটি শব্দই এই সংকটে বারবার ঘুরে দাড়াবার সাহস যুগিয়েছে আমাদের।

আপনাদের প্রতি অনুরোধ সৃষ্টিকে ভালোবাসুন, নগ্নতাকে নয়।

নয়তো সৃষ্টিশীলরা ঘুমিয়ে যাবে। সমাজ হয়ে যাবে ধূসর, ফ্যাকাসে, যান্ত্রিক এবং এই জনপদ হয়ে উঠবে পতিতাবৃত্তির কারখানা।

1
$ 0.00

Comments