পার্ক এ বসে বাদাম খাচ্ছি...
পাশেই আমার এক্স বসে আছে..
তার সাথে ছোট্ট একটা মেয়ে.
.
কেনো জানি তাকে দেখে খুব মায়া হচ্ছে..মনের মধ্যে বাজতেছে...এই কি সেই মেয়ে???যাকে আমি ভালোবেসেছিলাম??
.
এমন সময় আমার হবু বউ..অহনা এসে আমার হাত ধরলো..
.
ইসশহহ.আমি আমার বাবুটাকে অনেক বেশি অপেক্ষা করিয়ে ফেলেছি তাই নাহ??(অহনা)
.
>না.. আমি বসেই ছিলাম..আর তুমি এলে..
>ওহ বসে বসে কি করছিলে??কোন মেয়ে দেখছিলে নাকি??
>আরে নাহ..এমনি বসে ছিলাম..তোমার অপেক্ষা করতেছিলাম..
>আচ্ছা আচ্ছা..
.
এমন সময় অহনার চোখ যায় আমার এক্স তোড়ার দিকে..তোড়া বলতে তার সাথে থাকা বাচ্চার দিকে..
.
অহনার বাচ্চা খুব পছন্দ..তাই সে সোজা বাচ্চাটির কাভহে চলে গেলো..
.
হায় বাবু..তোমার নাম কি??
>আমাল নাম সায়রা.
>বাহ কত সুন্দর নাম...
.
সায়রা নামটা শুনতেই আমার মনের মাঝে কেমন যেনো করে উঠলো..আমি আর তোড়া মিলেই ঠিক করেছিলাম যে আমাদের মেয়ে হলে নাম রাখবো সায়রা..
.
হয়তো আমি ভুলে গেছিলাম কিন্তু আমার স্মৃতি মনে রাখতেই হয়তো তোড়া নিজের মেয়ের নাম সায়রা রেখেছে..
.
এমন সময় হঠাৎ তোড়ার চোখ পরলো আমার দিকে..
যখন অহনা আমায় ডাক দিলো..এই আয়ান..
এদিকে এসো..দেখো না বাচ্চাটি কত্ত কিউট..
.
অহনা আমার দিকে তাকিয়ে যেনো কিছুক্ষন স্তব্ধ হয়ে গেলো..
সে যেনো স্বপ্ন দেখছে..
.
তার মনে হয়তো নানা প্রশ্ন জাগছে..
.
সে কিছু না বলে একটাই প্রশ্ন করলো অহনাকে.।
.
উনি কি আপনার হাজবেন্ড?? (অহনা)
>নাহ..তবে হবে..
.
অহনা আর কিছু না বলে বাচ্চাটিকে কোলে তুলে সোজা হাটা দিলো..
.
এদিকে অহনা আমার সাথে এসে শুরু করলো ঝগড়া..
.
এই কি হলো এটা হে??মেয়েটা এমন রিয়েক্ট কেনো করলো??
>আরে বাবা আমি জানি নাকি??
>তুমি নিশ্চয় কিছু করেছো.. নাহলে এমন কেনো করবে মেয়েটা??
.
>হে হে তোমার হিসেবে সব মেয়ের সাথে তো সব আমিই করি..
.
আরে আয়ান..রাগ কেনো করো??
.
না রাগ না বায়..
.
এই বলে চুপচাপ চলে এলাম সেখান থেকে..
.
একে তো সেখানে তোড়াকে দেখে পুরোনো ভালোবাসা জেগে উঠেছে..তার উপর এই অহনার জ্বালা..
.
ধুর ভালো লাগে নাহ..
.
বাসায় আসতে আসতে অনেক কিছুই চিন্তা করলাম..
.
ভাবতেছি শুধু একটা কথাই..
.
মেয়েটা তো অনেক শুকিয়ে গেছে..তার মানে কি সে অনেক কষ্টে আছে??
.
এসব কিছু ভাবত্ব ভাবতে বাসায় চলে এলাম.।
.
আমার রুমে এলাম..
.
আমার যেনো স্মৃতির পাতা গুলো খুলতে লাগলো..
.
অনেক ভালোবেসেছিলাম মেয়েটাকে..
.
কিন্তু আমার টাকা নেই বলে চলে গিয়েছিলো সে..
.
আমি নাকি তার যোগ্য ছিলাম নাহ..
কারণ আমি বেকার..
আমার টাকা নেই..তাই..
.
আজ আমার সব আছে৷ কিছুদিন আগে বিয়েও ঠিক হয়েছে..
.
কিন্তু যাকে ভালোবাসি তার সাথে নাহ..
.
.
রাতে বিছানাহ শুয়ে আছি..
.
এমন সময় ফোনের রিং বাজে..
.
অচেনা নাম্বার..
ফোনটা রিসিভ করতেই পাশে থেকে বলে উঠে..
.
হেলো আয়ান??
কন্ঠটা খুব চেনা..তোড়ার কন্ঠ.
.
আমার হার্ডবিট কেনো যেনো ফাস্ট হয়ে যাচ্ছিলো..
আমি তাও নিজেকে শান্ত রেখে উত্তর দিলাম..
.
হে কে??(আমি)
>আমি তোড়া..
>কে তোড়া?
>এতো জলদি ভুলে গেছো?
এখন কেনো যেনো নিজের প্রশ্নেই খারাপ লাগছে..
ধুরর কি বলে ফেললাম..
>না মানে..
.
>যাই হোক..আমার তোমাকে কিছু বলার আছে..শুনবে..??
.
>কি বলতে চাও..
.
>আসলে আয়ান..তুমি চিন্তাও করতে পারবে না এমন কিছু বলতে চাই.।
.
>কি??
.
>আয়ান...তুমি বিয়েটা করো নাহ..প্লিজ আয়ান..
.
আমি তো তোড়ার কথা শুনে পুরাই থ..কি বললো ও এটা..
.
কিন্তু কেনো বিয়ে করবো নাহ?
>কারনটা হলো আয়ান..
.
.
#চলবে..
0
2