চকরিয়া ব্লাড ডোনার'স সোসাইটি

0 7

চকরিয়া ব্লাড ডোনার'স সোসাইটি

🔴একটি বিশেষ ঘোষনা🔴

🎙 সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, করোনা পরিস্থিতির কারণে সারাদেশ যেমনটা সংকটময়। ঠিক তেমনি ও রক্তদাতাদের রক্তদান ❌❌ব্যাহত হচ্ছে।

এর কারণ হল রক্তদাতারা লকডাউনের কারণে এক স্থান থেকে অন্য স্থানে যেতে🚳🚷 পারছেনা।

এই অবস্থায় যাদের রক্তের প্রয়োজন বিশেষ করে সন্তান সম্ভাবা মায়ের, থ্যালাসেমিয়া রোগীর, কিডনিজনিত সমস্যা, ডায়ালসিস, রক্তশূন্যতা রোগীরা বা রোগীর স্বজনরা আমাদের রক্তের জন্য ফোন করে থাকেন। আর আমরা ও বিনামূল্যে রক্তদাতা আপনার সেবায় পৌঁছে দিয়ে থাকি।

🚩সতর্কতা।

আপনারা অন্তত ২-৩ দিন আগে ফোন করবেন। (সন্তান সম্ভাবা মায়ের জন্য কমপক্ষে ৬ দিন আগে ফোন করতে হবে যদি আপনার নিকটতম আত্মীয় স্বজনদের মধ্যে রক্তদাতা না পেয়ে থাকেন)

🚫 ডেলিভারি রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে রক্তের জন্য দৌড়া দৌড়ি বা সেচ্ছাসেবক/রক্তদাতাদের বিপাকে ফেলবেন না। মনে রাখবেন প্রত্যেকটা ব্যাক্তি কেউ না কেউ কোন না কোন কাজে ব্যস্ত থাকে। কাজে ব্যস্তময় রক্তদাতার রক্তদানের মানসিকতা থাকার পরেও পারছেনা আপনার প্রয়োজনে সাড়া দিতে। আপনার পূর্বপ্রস্তুতি ও সচেতনতা আপনার দৌরাত্ব/কষ্ঠ ও টেনশন কমাবে। এছাড়াও আমরা রিলেক্সে আপনাকে সেবা দান করতে পারব।

📌জরুরী মুহুর্ত📌

আমাদের কাছে জরুরী মুহুর্তেরে জন্য প্রতিটা গ্রুপের রক্তদাতা রিজার্ভ রাখি। আমরা যেকোন দূর্ঘটনায় রক্ত সহায়তা পৌঁছে দিতে প্রস্তুত থাকি।

🔴#প্রশ্ন:- আপনার জন্য যদি রিজার্ভ ডোনার দিয়ে থাকি তাহলে জরুরী প্রয়োজনে রক্তদাতা কোথায় পাব❓❓❓❓

চকরিয়া ব্লাড ডোনার'স সোসাইটি

1
$ 0.00

Comments