উসমানীরা তলোয়ারকে ইনসাফ(সাম্য) ও আদলের(ন্যায়বিচার) প্রতীক মনে করতো। তলোয়ার হাতে প্রথম খুতবা দিয়েছিলেন সুলতান মুহাম্মাদ আল ফাতিহ।
উসমানী খিলাফাহর পতনের পর আজ প্রথম হাতে তলোয়ার নিয়ে খুতবা দিলেন কোন খতীব, তাও আয়া সোফিয়ায়।
এই তলোয়ারটার নাম সোর্ড অফ ইসলাম। বলা হয় শায়খ এদেব আলী প্রথম উসমানী সুলতান উসমানের হাতে অভিষেকের সময় এই তলোয়ারটা তুলে দেন।
এটার গায়ে লেখা আছে সুরা ফাতাহর প্রথম আয়াত-নিশ্চয়ই আমি তোমাদের দান করেছি সুস্পষ্ট বিজয়।
তলোয়ার হাতে খুতবার প্রতীকী অর্থ, আয়া সোফিয়ার সাথে ন্যায়বিচার করা হল।
একটি ছবিতে পাখির চোখে দেখা যাচ্ছে সারা ইস্তাম্বুল ভরে গেছে জুমু'আর জামায়াতে নামায আদায় করতে আসা মানুষে, অথচ ইস্তাম্বুল হচ্ছে তুরস্কের সবচেয়ে পশ্চিমামনা শহরগুলোর একটা। আয়া সোফিয়ায় নামায ও আযান ফিরে আসার আনন্দে আত্মহারা হয়ে ছুটে এসেছে লাখ লাখ মানুষ।
আল্লাহ ইস্তাম্বুলকে আবার ইসলামবুলে পরিনত করুন।
ফিরে আসুক ন্যায়বিচারের প্রতীক সোর্ড অফ ইসলাম।
ইসলামের তলোয়ার ন্যায় প্রতিষ্ঠার অস্ত্র, অত্যাচারের নয়।
ইয়া আল্লাহ! বিসমিল্লাহ!! আল্লাহু আকবার!!!
9
65
Khub sundor likecen.. Islamic post korar maddome amra onek kicu jante pari evabe aro amadr maje share korun keep it up