মধ্যনগর

0 2

""মধ্যননগর সহ হাওরাঞ্চলের বর কনেরা দিশাহাড়া বলছে,

কবে হবে মধুর মিলন ""

অমৃত জ্যোতি রায় সামন্ত( সুনামগঞ্জ)

বৈশিক করোনা মহামারি পরিস্থিতিতে নবাগত বর কনে(জামাই বৌ) গন বিবাহের অপেক্ষায় দিশাহাড়া হয়ে দিন যাপন করছে,মনে আর বাধন মানছে না কবে হবে তাদের মধুর মিলন।

আবার একাকি একে অপরকে বলছে ""আমি বধূ সেঝে আছি তুমি পাল্কী নিয়ে এসো""

বাংলাদেশে করোনা মহামারি পরিস্থিতি ৪ মাস চলমান সময়ের মধ্যে কোনরুপ বিবাহ আনুষ্ঠানিক পরিবেশের দেখা মিলেনি।

যেহেতু করোনা পরিস্থিতিতে সব রকম সভা সমাবেশ নিষিদ্ধ,কিন্তু হাওরাঞ্চলে বিবাহের মৌসুম বর্ষার শুরুতেই।

এমতাবস্থায় বেশ কজন বিয়ের আগ্রহী বর কনেদের সাথে কথা বলে জানা যায়, তারা বিবাহ ঠিকঠাক করে বসে আছেন, কিন্তু এ লকডাউন পরিস্থিতিতে আনুষ্ঠানিকতা করতে পারছেন না।

এমতাবস্থায় বর ও কনে গন তাঁদের শুভ বিবাহের অপেক্ষায় অধীর আগ্রহের সাথে পথ চেয়ে বসে আছেন,নিরবে বারংবার বলছে শুধু কবে হবে মধুর মিলন।

আবকর অনেকে ভাবছেন এবার বিয়ে করতে পারবোতো?? যদি করোনা না যায়??

তবে কি বয়ে হবে এবার??

এমনকি কয়েকটি সম্প্রদায়ের অভিভাবকরাও অপেক্ষায় দিশাহাড়া শুধু হয়ে দিন গুনছেন।

অন্যান্য বছরে এমন ভরা বর্ষার শুরুতেই নদীপথে নৌযানের মাধ্যমে বিয়ের বাদ্যযন্ত্র বাজতে শুরু হয়ে যায়।

এবছর হাওরাঞ্চলের ফসল ভাল ফলন সত্বেও পিছুঠানে বসে আছেন সকল বিবাহ দাতা ও পিতা ও মাতা।

এসময়ে সকলের সৃষ্টিকর্তার কাছে হাত তুলে একটি আবেদন করতেই শোনা যায় সর্বশ্রেণী পেশার জন মানুষদেরকে করোনা ভাইরাস থেকে আমাদের মুক্তি দাও,মুক্তি দাও।

ইয়াস মানবাধিকার ক্রাইম সোসাইটি 'র

সুনামগঞ্জ জেলা'র পরিচালক

ডাঃঅমৃত জ্যোতি রায় সামন্ত

সাধারণ সম্পাদক মধ্যনগর প্রেসক্লাব

মসজিদ মার্কেট,মধ্যনগর, সুনামগঞ্জ।

I

1
$ 0.00

Comments