পৃথিবীতে মার মতো আপন কেউ হয় নাহ। মা মানে হলো জীবন,মা মানে লড়াই করে বেঁচে থাকার নাম। মা সবসময় ছেলে-মেয়েদের আদর্শ শিক্ষা দিয়ে বড় করে। মা হলো পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ। মা হাজারো কষ্টের মাঝে সন্তানকে বলে ভালো আছি,কিন্তু আসলে মা ভালো নেই। মা সবসময় সন্তানের জন্য দোয়া করে। মা নিজে না খেয়ে সন্তানকে খেতে দেয়। মা দিন-রাত পরিশ্রম করে সন্তানকে আদর্শ মানুষ হিসেবে বড় করার জন্য।মার সাথে পৃথিবীর কারওই তুলনা হয় নাহ।
ইংরেজি তে একটা প্রভাত বাক্য আছে বাংলা অর্থ হলোঃ "পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হলো মা" ।
মার মতো কোনো মানুষ হয় নাহ। মা সারাজীবনই সন্তান এর জন্য কান্না করে চোখের নিচে কালো দাগ ফেলে দেয়।
আল্লাহ পাক আমাদের সবাইকে মার দেয়া আদর্শ শিক্ষায় বড় হওয়ার তৌফিক দান করুন।
পৃথিবীতে আমাদের সবচেয়ে আপন হচ্ছে আমাদের মা। মার জন্য আমরা এই সুন্দর পৃথিবীতে আসতে পেরেছি ।মার আদর যত্ন ভালোবাসায় আমরা ক্রমে ক্রমে বেড়ে ওঠি। পৃথিবীতে সবচেয়ে নিস্বার্থ ও পবিত্র ভালোবাসা আমরা মায়ের চোখে দেখতে পাই।মা না খেয়ে আমাদের মুখে খাবার তুলে দেন। সারারাত জেগে থেকে আমাদের ঘুম পারান। মায়ের ভালোবাসার তুলনা হয় না।