দয়া করে সবাই পড়ে কমেন্ট করবেন। নারীর সন্মান সবার ওপরে।নারীকে মায়ের সাথে তুলনা করা হয়।আমি নিজেও নারীদের খুব সন্মান করি।
আচ্ছা আপনি বলুন,আপনি তো নারী/বাসার মা-বোন তো আছে।আচ্ছা আল্লাহ্ তা'আলা তো বলেছেন কি ভাবে নারীদের চলতে হবে...কিন্তু বর্তমানে নারীরা কি ভাবে চলে আপনি বলেন???
দয়া করে আমাকে ভুল বুঝবেন না,আমি কোন জ্ঞান দিচ্ছি না।
আসলে এখন সমস্যা হয়েছে কি আমাদের নিয়ে কেউ কিছু বললেই রেগে যায়।এটা তো ঠিকনা,হয়তো আপনার ভালোর জন্যই কিছু বলছে।একজন নারীর বড় সম্পদ হলো তার সন্মান।আপনি যদি পর্দা না করে চলেন,টাইট কিছু পরেন তাহলে কি ভালো লাগবে!মানুষ মূখের সামনে হবে ভালো, মন থেকে ঠিকই আপনাকে খারাপ ভাবে দেখছে।আপনারর সন্মান ধরে রাখার জন্যই তো আল্লাহ্ পর্দা করতে বলেছেন। আগে দেখতাম মেয়েরা fb ব্যবহার কম করতো,আর যারা করতো নিজের ছবি দিতো না।কিন্তু এখন দেখি মেয়েরা শুধু চেনার জন্য ছবি দেয় না,ছেলেরা যেনো তার প্রতি আকিষ্ঠ হয় এমন সব ছবি দেয়।আচ্ছা আপু আমাদের সুন্দৌর্য তো আল্লাহ্ আমাদের দায় করেছেন,এটা তো বাইরের মানুষকে দেখাতে বলে নাই।আমাদের শরীরের হেফাযত আমাদের ই করতে হবে। আচ্ছা একটু ভেবে দেখেন মেয়ে প্যান্ট, টি-শার্ট পরে বাড়ি থেকে বার হচ্ছে... কোন মা /পরিবার যদি বলে তুমি এসব কেনো পরছো,বোরকা পরে,পর্দা করে বার হও।তাহলে কি ঐ মেয়ে খারাপ পোশাক পরবে? আসলে আমরা নিজে ভালোটা বুঝি না,সর্বদা মানুষকে দেখে শিখি,এটা উচিত না।
তোমার ইসলামের কথা শুনতে হবে।তোমার ইসলাম কি ভাবে চলতে বলে, তুমি ঐ ভাবে চলো জীবনে ভালো থাকবে এবং সুখে থাকবে। ও নারী তুমি খুব দামী। তুমি মা।তুমি অহংকার। নিজেকে কখনো ছোট করো না।
Bah বেশি করে দুধ কিনে নিয়ে যায় আর এই এমপি আমাদের মাঝে আমি গোপন রাখব বলুন তো আর কি হতে পারে তাদের কাজ টা বেশি দিবেনন ঝাঁজ এরকম কিছু একটা কাজ করুন আমার সাথে এটা সেয়ার করোনা থেকে বাঁচার