মানুষ সৃষ্টির সেরা জীব আবার এই মানুষই ভুল করলে শয়তানের থেকেও বেশি খারাপ।তবে আবার মানুষই পারে ভালো কিছু করতে।প্রতিটা মানুষের মাঝেই অলৌকিক কিছু শক্তি নিহিত থাকে। ছেলে:বাবা আমার স্কুলের বন্ধুরা বলে তোর বাবা এতো টাকা কোথায় পাই?আমার বাবা থাকলে আমিও গাড়ি কিনে গাড়িতে আসতাম। বাবা:তুমি তোমার বন্ধুদের বলবা আমার বাবা ব্যাংকে চাকরী করে, আমার বাবার অনেক টাকা নাই যা আছে মানুষের, আমার বাবা বেতনেই খুশি আর গাড়ি আমার বাবার বন্ধু তাকে ভালোবেসে উপহার দিছে। বাবার কথা শুনে ছেলে পড়ের দিন স্কুলে গিয়ে তার বন্ধুদের এসব বলল..... কিছু বছর পর, ছেলে:বাবা আমি বিয়ে করবো। বাবা:তুমি কোন চাকরী করো না,লেখা-পাড়াও শেষ হয় নাই,তোমার হাত খরচও আমি দেই,তাহলে বিয়ে করে বৌউকে কি খাওয়াবে? ছেলে:আমি বিয়ে করে আমার টাকাই খাওয়াবো,তোমরা মরে গেলে তো সব কিছু আমার ই আর ব্যাংকে যা টাকা আছে ঐ দিয়ে আমার চলে যাবে। বাবা তো ছেলে কথা শুনে ওবাক!!! কিছু দিন পরে ছেলে বিয়ে করে বৌউ নিয়ে আসলো.... কিছু বছর পর, ছেলেটার বাবা খুব অসুস্থ, ছেলেকে বলল বাবা তোমার তো কিছু নাই,"তোমার তোমাকেই ভালো রাখতে হবে"কিছুক্ষন পর বাবা মারা গেলো..... এর কিছু দিন পরে ছেলের খুব টাকার দরকার, তার মাকে বলছে মা আমার কিছু টাকা লাগবি আমাকে টাকা দেও তো।মা বলল আমি টাকা কই পাবো,তখন ছেলে মাকে বলল আমি তাহলে ব্যাংক থেকে টাকা তুললাম। বলে চলে গেলো। পরে ব্যাংকে গিয়ে শুনে যে তোমার বাবা তার ১০০০০০০০০টাকা ইতিমখানাই দান করে দিছে...ছেলে শুনে আকাশ থেকে পরলো। ★অসৎ পথের টাকা দিয়ে কখনো ভালো কিছু করা যায় না,এজন্য তিনি সব টাকা দান করে গেল। এখন সেই ছেলে একটা ১০০০০টাকার চাকরী করে,যে বড় গাড়িতে করে ঘুরে বেড়াতো। এটাই জীবন।এটাই বাস্তব।
I like reading Gul's life story very much. It is interesting at the club. In fact, the reality is understood.