টিনের মধ্যে ঢেউ ঢেউ থাকে কেন

0 12
Avatar for alma45
Written by
3 years ago

ঘরের চালের জন্য নরমাল টিন (প্লেইন) ব্যবহার করলে তা অতটা মজবুত হয় না। যখন ঢেউখেলানো টিন ব্যবহার করা হয় তখন তা প্লেইন টিনের চাইতে মজবুত হয়। এতে কোন কিছুর ভর এক জায়গায় না পড়ে চারিদিকে ছড়িয়ে যায়। এর ফলে টিন এর মজবুতি ও বৃদ্ধি পায়। কারন ১ ফিট যায়গার জন্য প্লেইন টিন লাগে ১ ফিট আর ঢেউ খেলানো টিনের জন্য লাগে (-,+) ২ ফিট টিন।

যেন বৃষ্টির পানি আটকে না থাকে আর বৃষ্টির পানি পড়ার সময় যেন এলোমেলোভাবে না পড়ে ঢেউ এর মধ্য দিয়ে পড়লে তা দেখতে সুন্দর লাগে এবং বাসা এর সৌন্দর্য বৃদ্ধি পায়।

ঢেউ সমূহ সূর্যের আলো প্রতিফলন করতে পারে এবং এর কারনে টিনের তৈরি ঘর কম উত্তপ্ত হয়।

1
$ 0.00

Comments