"The Great Void"

0 5
Avatar for alma45
Written by
4 years ago

আমাদের দৃশ্যমান মহাবিশ্বে এখন পর্যন্ত জানা সবচেয়ে রহস্যময় একটি বড় ফাঁকা জায়গার খোঁজ পাওয়া গেছে যার নাম "The Great Void" বা "Bootes Void". এটি প্রায় 330 Million light Years এলাকাজুড়ে বিস্তৃত। মহাবিশ্বের এই অন্ধকার অংশটুকু বিজ্ঞানীদের আজও এক বড় ধাঁধার মধ্যে রেখেছে।

বিজ্ঞানীদের মতে এই অঞ্চলে প্রায় 2000 Galaxy থাকার কথা, অথচ আপনি জেনে অবাক হবেন যে আজ পর্যন্ত কেবল মাত্র 60 টি Galaxy খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা যা তুলনায় অনেক কম।

এমনও তো হতে পারে যে বাকি Galaxy গুলোও এখানেই আছে কিন্তু হয়তো সেখানে Type-3 Civilization এর রাজত্ব চলছে যারা সেখানকার সকল Galaxy কে Dyson Sphere দিয়ে ঢেকে দিয়েছে নিজেদের প্রয়োজনীয় শক্তি সঞ্চারের জন্য! যার ফলে Galaxy- গুলোর আলো Observer তথা আমাদের কাছে পৌঁছাতে পারছে না! এমন সম্ভাবনার কথা বিজ্ঞান মহলের অনেকেই সাপোর্ট করে থাকেন।

Dyson Sphere মূলত একটি হাইপোথেটিকেল Satellite Network যা একটি নক্ষত্রকে চারিদিক থেকে ঘিরে রাখে এবং ঐ সৌরমমন্ডলের প্রাণবহনকারী গ্রহের শক্তির জোগান দিয়ে থাকে। এর মাধ্যমে কোন সভ্যতা চাইলে তার সূর্যের সমস্ত শক্তি ব্যবহার করতে পারবে নিজেদের প্রয়োজন মাফিক। ১৯৬০ সালে পদার্থ বিজ্ঞানী Freeman Dyson এ ধারণাটি সর্বপ্রথম প্রবর্তন করেন।

তো আপনাদের কি মনে হয়? আসলে কি Type-3 Civilization এর কারসাজি নাকি অন্য কোন রহস্য লুকিয়ে আছে এর মাঝে?

1
$ 0.00

Comments