শূন্যতা

1 8
Avatar for alma45
Written by
4 years ago

বিখ্যাত দার্শনিক অ্যারিস্টেটল মনে করতেন প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না। সে জন্য তিনি একটা যুক্তিও দেখালেন সেটা অনেক টা এরকম—ধরা যাক একটি কাপে চা কফি কিছু নেই তাহলে কি সেটা খালি? কখনো না! বাতাস আছে তো! একটা খালি ছিপি আটকানো বোতল কে চুপসানো যায়?

না। কারণ এর ভেতরে আছে বাতাস।

বিজ্ঞানী টরিসেলি একটি যুগান্তকারী পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেছিলেন কিছু বিশেষ ক্ষেত্রে শূন্যস্থান থাকতে পারে! এমনকি বাতাসও থাকবে না। ধরা যাক আমি একটা ৩৪ ফুট লম্বা স্ট্র দিয়ে পানি পান করছি তাহলে এক সময় দেখবো ৩২ ফুট উঠে পানি আর উঠছে না। থেমে আছে। তখন ২ ফুটের মতো একটা শূন্যতা পেয়ে যাব। আমি যদি স্ট্র টা মুখে নিয়ে বসে থাকি তাহলে কখনোই পানি উঠে আসবে না।

নিশ্চিতভাবে আমাকে চুমুক দিতে হবে‌। চুমুক যখন দেই তখন মুখের ভেতরে বাতাসের শূন্যতা তৈরি হয় তখন বাইরের বাতাসের চাপ পানিকে উপরে পাঠাই। কিন্তু ৩২ ফুট উঠার পর পানির চাপ আর বাতাসের চাপ সমান হয়ে যায়।বাতাস আর ঠেলে পানিকে পাঠাতে পারে না। ফলে তৈরি হয় স্ট্রতে ২ ফুট শূন্যতা।

কিন্তু সেটা কি আসলেই খালি?

বাতাস নেই, পানি নেই। কিন্তু অন্য কিছু কি থাকতে পারে না? কোয়ান্টাম বলবিদ্যা বলে শূন্যস্থান আসলে শূন্য না। সেখানে প্রতিমুহূর্তে তৈরি হচ্ছে কণা আর প্রতিকণা। কণা প্রতিকণা দেখা হলেই তারা একে অপরকে ধ্বংস করে দেয় পড়ে থাকে শক্তি। Opposite attraction জিনিস টা যেন ওদের পছন্দ না!

শক্তির নিত্যতার সূত্র লংঘন হচ্ছে না।

কণা প্রতিকণার বিনাশের পর আবার শক্তি ফিরে আসছে। এটা খানিকটা শক্তি ধার করার মতো! তো বিজ্ঞানীরা বুঝলেন কী করে যে শূন্যতা আসলে শূন্য না? হাইজেনবার্গের অনিশ্চয়তা সূত্র থেকে। সেটা বলে একটা কণার ভরবেগ যত নিশ্চিত ভাবে বের করতে পারবো অবস্থান তত ত্রুটিপূর্ণ হবে। আবার অবস্থান যত নিখুঁত ভাবে বলতে পারবো ভরবেগ তত অনিশ্চিত হবে। কোনো কিছু দেখা অর্থ তার গা থেকে ফোটন প্রতিফলিত হয়ে আসা। একটা ইলেকট্রন কে দেখতে হলে তার উপর ফোটন দিয় মারতে হবে। তারপর ফোটন টা ইলেকট্রন কে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী একটা পাল্টা ধাক্কা দেবে। ইলেকট্রন ও দেবে তাই আলো প্রতিফলিত হবে আর আমরা ইলেকট্রন কে দেখবো ।একটা নগণ্য ভরের ইলেকট্রন সেই ধাক্কায় কতটা ত্বরিত হবে ভাবতে পারছেন? তার পথ ধাক্কা খেয়ে উলোট পালোট হয়ে গেছে। আবার দেখতে হলে ফোটন মারা ছাড়া উপায় নেই এবং আবার একি কাণ্ড ঘটবে!

অবস্থান জেনে গেছি কিন্তু ভবিষ্যতে ইলেকট্রন কোথায় জানছি না। এটা শুধু ভরবেগ আর অবস্থানের ক্ষেত্রে খাটে না। কোয়ান্টাম জগৎ ততটা সুনিশ্চিত নয়। আর অনিশ্চয়তার ভূমিকাও সভ্যতায় কম নয়!

আমরা জানি একটা স্থান শূন্য। তখন আসলে এটা পুরোপুরি নিশ্চিত যে কোনো ক্ষেত্র সেখানে নেই তাই অনিশ্চয়তা ভুগছি পুরোপুরি সেখানকার শক্তির হ্রাস বৃদ্ধি সম্পর্কে!

সেখানে শক্তি থাকতে পারে!

আমি শূন্যতায় ডুবে আছি—কথাটা খানিকটা হলেও ভুল। আমরা কখনোই একা নয়!

2
$ 0.02
$ 0.02 from @TheRandomRewarder
Avatar for alma45
Written by
4 years ago

Comments