Sterility

1 13
Avatar for alma45
Written by
4 years ago

#Sterility বা বন্ধাত্ব

#বিবাহিত জীবনে সন্তান না হওয়াকে বন্ধাত্ব বা sterility বা infertility বলে।

আমাদের দেশে এ সমস্যা দিন দিন বেড়েই চলেছে। বন্ধাত্ব ব্যাপারটি মহিলা এবং পুরুষের দুজনের ত্রুটি সমস্যার জন্যই হতে পারে। তবে মহিলাদের সমস্যার কারণে বেশি হয়। এক সন্তানের পর আর সন্তান হয় না এটিও বন্ধাত্বের আওতায় পড়ে অর্থাৎ এদেরকে কাক বন্ধা বলে৷

#মহিলাদের বন্ধাত্বতার কারণ ঃ

১. মেয়েদের ডিম্বাণু তৈরির ঘটনা প্রবাহের কোনো সমস্যা থাকলে তা বন্ধাত্বের প্রধান কারণ।

২.ডিম্বনালি যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় -(যেমন ঃligation or blockage of fallopian tube).তাহলে ডিম্বানুর সাথে শুক্রাণুর মিলনের সম্ভাবনা লোপ পায়।

৩.গনোরিয়া,সিফিলিসটিউবারকুলোসিস,ক্যান্সার, ডায়াবেটিস এই রোগগুলো মেয়েদের বন্ধাত্বতার ২য় প্রধান কারণ।

৪.ডিম্বাশয়ের টিউমার বা cyst, জরায়ুর টিউমার(fibroid tumour), সারভিক্স ক্যানসার, জরায়ুর অবস্থান পরিবর্তন।

৫.মেয়েদের সাদাস্রাব অতিরিক্ত হতে থাকলে এবং তা একটু বেশি মাত্রায় ক্ষার জাতীয় হয়ে উঠলে জনননালীতে শুক্রাণুগুলোর মৃত্যু হয় ফলে বন্ধাত্বতার সৃষ্টি হয়।

৬. ঋতুস্রাবের গন্ডগোল, বাধক বেদনা,হরমোনের সমস্যা, শারিরীক দুর্বলতা,মেদ প্রবন বা মোটা ইত্যাদি।

৭.মেয়েেদর ধুমপান,মদ্যপান,নিয়মিত দীর্ঘদিন ধরে জন্মনিরোধক বড়ি খাওয়া।

৮. সঙ্গমের পর স্ত্রী তার জরায়ুতে সিমেন ধরে রাখতে না পারা। এ বিষয় টি একটু ভিন্ন রকম অর্থাৎ মিলনের পরে স্তীর যোনীপথ হতেই সমস্ত বীর্য বের হয়ে আসে ফলে শুক্রাণু জরায়ুতে প্রবেশ করে না।

৯. এছাড়াও কিছু মানষিক কারণ যেমন-স্বামির প্রতি ঘৃনা,স্বামীর সঙ্গসুখ না পওয়া ইত্যাদি।

#ছেলেদের বন্ধাত্বতার কারণঃ

সামগ্রিকভাবে বিশ্লেষণ করলে দেখা যায় বন্ধাত্বতার শতকরা ২৫% স্বামীদের কারনে হয়ে থাকে।

১.শুক্রাণুর নির্জীবকরণ(Azoospermia and oligospermia) পুরুষদের বন্ধাত্বতার প্রধান কারণ।

২.ধ্বজভঙ্গতা(impotency or imperfection of penis)এটি ছেলেদের বন্ধাত্বতার ২য় কারণ।

৩.গনোরিয়া, সিফিলিস, টিউবারকুলোসিস, ডায়াবেটিস, প্রস্টেটগ্রন্থির ক্যান্সার,শুক্রাশয়ের প্রদাহ(orchitis)ইত্যাদি বন্ধাত্বতার কারণ।গনোরিয়া, সিফিলিস, টিউবারকুলোসিস ছেলেদের বংশানুক্রমিক বন্ধাত্বতার সৃষ্টি করে।

৪.অত্যধিক মানষিক অশান্তি, মানসিক অস্থিরতা,অতিরিক্ত মদ্যপান ও ধুমপান, রক্তসল্পতা ইত্যাদিও ছেলেদের বন্ধাত্বতার কারন।

৫.cryptoorchism or underdevelopment of testes or abdominal testes ও আরেকটি কারন।তবে সংখ্যায় খুব কম।

#বন্ধাত্বতার কারণ জানার জন্য প্রয়োজনীয় পরিক্ষা ঃ

1.Infertility profile test.

2.USG of whole abdomen.

3.HSG for fellopian tube.

4.Accurate measurment of endometrial layer of uterus.

5.T3,T4,THS,LH,Prolactin Hormone test.

6.Ovulogram

7.TORCH

বন্ধাত্বতা আসলে কোন রোগ নয়। এটি এক বা একাধিক সমস্যার ফল।তাই বন্ধাত্বতার চিকিৎসার জন্য আগে এর কারণ খুঁজে বের করতে হবে তারপর চিকিৎসা করতে হবে।তবে অনেক ক্ষেত্রে আমরা স্বমীর মধ্যেও সমস্যার কারন খুজেঁ পাই। তাই যেসকল দম্পতি সন্তান লাভের আশায় স্ত্রীর সমস্যা ভেবে শুধু স্ত্রীর চিকিৎসা করাচ্ছেন তাদেরকে বলবো আপনারা উভয়েই আমাদের কাছে আসুন আমরা উভয়ের সাথে কনসাল্ট করে সমস্যা কার ও কি সমস্যা তা অনুযায়ী চিকিৎসা দিব আশাকরি নিরাশ হবেন না। আল্লাহর অশেষ রহমতে হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে বহু দম্পতির সন্তান হয়েছে।

2
$ 0.02
$ 0.02 from @TheRandomRewarder
Avatar for alma45
Written by
4 years ago

Comments