0
4
সংবাদপত্র পড়া শেষ হলে ছিড়ে ফেলুন, এরপর মাটিতে অথবা টবে ছড়িয়ে দিন, কিছুদিনের মধ্যেই জন্মাবে নতুন গাছ।পৃথিবী সবুজীকরণে এর থেকে সুন্দর আবিষ্কার আর কী হতে পারে?
জাপানের একটি দৈনিক সংবাদমাধ্যম "The Mainichi Shimbunsha" এমন এক বিশেষ ধরনের সংবাদপত্র নিয়ে এসেছে যেগুলো বিশেষ উপায়ে ফুল/ফলের বীজ সহ মন্ড তৈরির মাধ্যমে কাগজগুলো তৈরি করা হয়।
অবিশ্বাস্যভাবে জাপানে পত্রটি বিক্রির হার বেড়ে গেছে কয়েকগুন, প্রতিদিন ৪.৬ মিলিয়ন মানুষের কাছে পৌঁছাচ্ছে মাধ্যমটি এবং আয় করছে ৭ লক্ষ ইউএস ডলার।
স্কুলের বাচ্চারাও এটি দেখে মহাখুশি, রীতিমতো এটি ওদের কাছে অনেকটা প্রাক্টিক্যাল ক্লাসের মতো।
এমন ধরণের মন্ড তৈরি করা খুব বেশি কঠিন না, খরচ ও কম। চাইলে আমাদের দেশের সংবাদপত্র গুলোও এ উদ্যোগটি শুরু করতে পারে।