পূর্ণিমা

0 6
Avatar for alma45
Written by
4 years ago

বিজ্ঞানীরা জানিয়েছে এবার অক্টোবর মাসে ২ টি পূর্ণিমা দেখা যাবে। একটি পহেলা অক্টোবর এবং অপরটি হ্যালোউইন দিবস মানে ৩১ শে অক্টোবর। পহেলা অক্টোবরে ফুলমুনের দেখা মিলবে৷ আর ৩১ শে অক্টোবর মিলবে ব্লু মুন অর্থাৎ নীল চাঁদের দেখা। নীল চাঁদ বলতে চাঁদের রঙ নীল নয়, চাঁদের নামকরণে সেই চাঁদের নাম নীল চাঁদ করা হয়েছে। ১৯৪৪ সালের পর পুরো পৃথিবীর মানুষ এই প্রথম একত্রে ব্লুমুন দেখতে পারবে। ১৯ বছর পর পর এই চাঁদের দেখা পাওয়া যায়। এর আগে ২০০১ সালে এর দেখা পেয়েছিলো কিছু সংখ্যক মানুষ। কথায় আছে নীল চাঁদ দেখার পর পৃথিবীতে খুব খারাপ কিছু ঘটে। আমি জানিনা এই কথাটির সত্যতা কতোটুকু। তবে অনেকে নীলচাঁদ কে বিশ্বাসঘাতক চাঁদ ও বলে থাকে।

1
$ 0.00

Comments