প্রথম বানিজ্যিক গাড়ি

0 5
Avatar for alma45
Written by
4 years ago

ফ্রান্সের প্যানহার্ড অ্যান্ড লেভাসর বিশ্বে প্রথম বারের মতো বাণিজ্যিক ভিত্তিতে গাড়ি নির্মাণ করে। ফরাসি ব্যবসায়ী রেনি প্যানহার্ড ও এমিলি লেভাসরের যৌথ উদ্যোগে ১৮৮৭ সালে এ কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়। ডেইমলাম ইঞ্জিন ব্যবহার করে এ কোম্পানিটি ১৮৯১ সালে তাদের প্রথম বাণিজ্যিক গাড়ি নির্মাণকাজ শেষ করে।

প্যানহার্ড লেভাসর কোম্পানিটিই প্রথমবারের মতো মোটর গাড়িতে ক্লাচ প্যাডেল ও গিয়ারবক্স যুক্ত করে। এরপর আস্তে আস্তে সেই গাড়িতে আরও অনেক পার্টস যুক্ত করা হয়।

1
$ 0.00

Comments