পৃথিবী থেকে মহাকাশ পর্যবেক্ষণের অভিনব কৌশল

0 1
Avatar for alma45
Written by
3 years ago

পৃথিবী থেকে মহাকাশ পর্যবেক্ষণের অভিনব কৌশল

অন্বেষণ |

চিলিতে এক্সট্রিমলি লার্জ টেলিস্কোপ, ইএলটি

হাবল টেলিস্কোপ মহাকাশ থেকে মূল্যবান ছবি পাঠিয়ে চলেছে৷ এদিকে অভিনব এক কৌশল কাজে লাগিয়ে পৃথিবীর বুকে বসেই মহাকাশের আরও উন্নত মানের দৃশ্য ধরা হচ্ছে একঝাঁক টেলিস্কোপের মাধ্যমে৷

ভূপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে পাঁচশো কিলোমিটার উচ্চতায় ভাসছে হাবল টেলিস্কোপ৷ জ্যোতির্বিদ্যার ক্ষেত্রে সম্ভবত সবচেয়ে পরিচিত বস্তু এটি৷ প্রায় তিন দশক ধরে এই টেলিস্কোপ আমাদের অসাধারণ ছবি সরবরাহ করে আসছে৷ সেই জ্ঞান মহাবিশ্ব সম্পর্কে আমাদের ধারণায় বিপ্লব এনেছে৷ এই টেলিস্কোপ থেকে মানবজাতি মহাকাশের গভীরের প্রায় নিখুঁত ছবি পেয়ে এসেছে এবং বিজ্ঞানীরা জানতে পেরেছেন, যে মহাবিশ্বের সম্প্রসারণের গতি নাকি বেড়ে চলেছে৷

কিন্তু প্রায় স্কুল বাসের মাপের একটি টেলিস্কোপকেপৃথিবীর কক্ষপথে বসানোর এত ঝক্কি পোয়ানোর কী প্রয়োজন ছিল? কারণটি ভালো করে বোঝাতে জ্যোতির্বিজ্ঞানী ইয়খেন লিসকে একটি অ্যাকোয়ারিয়াম ও আন্ডারওয়াটার ক্যামেরা কাজে লাগিয়েছেন৷ তিনি বলেন, ‘‘ভূপৃষ্ঠের উপর কোনো টেলিস্কোপের সমস্যা হলো, সেটিকে পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে মহাবিশ্ব পর্যবেক্ষণ করতে হয়৷ সেই বায়ুমণ্ডল মিডিয়াম হিসেবে অত্যন্ত অস্থির৷ এ যেন কোনো সুইমিং পুলের নীচে বসে পানির স্তর ভেদ করে আকাশ দেখার মতো৷ পানি স্থির না থাকলে, ঢেউয়ের আলোড়ন ঘটলে বাইরের জগত বিকৃত দেখাবে৷ নিখুঁতভাবে মহাবিশ্ব পর্যবেক্ষণ করতে চাইলে পৃথিবীর বুকে টেলিস্কোপের ঠিক একই সমস্যা হয়৷’’

1
$ 0.00

Comments