পৃথিবীর এক অন্যতম বিস্ময়কর প্রানী প্লাটিপাস!! 😮
প্লাটিপাস হচ্ছে মনোট্রিমাটা বর্গের অন্তরর্ভুক্ত একটি স্তন্যপায়ী প্রানী!! এর Scientific name Ornithorhynchus anatinus!!
তাসমানীয় ও দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়া এদের বাস। প্রানী জগতের সবথেকে অদ্ভুত প্রানী হলো প্লাটিপাস বা হংসচ্ঞু!!
এদের দেখে মনে হবে বিভিন্ন প্রানিদের অঙ্গ নিয়ে এদের তৈরি করা হয়েছে😮😮,
এদের শরির অনেকটা ভোঁদড় এর মতো, এবং ঠোঠ পা হাসের মত। এদের লেজ উভচর প্রানী বিবরের মতো দেখতে!!,
মজার ব্যাপার হলো এই প্রানী টি ডিম পাড়ে আবার বাচ্চারা মায়ের দুধ পান করে। প্লাটিপাস দিনে ঘুমায় এবং রাতে পানিতে সাতার কাটে।
এরা সাধারণত ছোট জলজ পোকামাকড় মাছ লার্ভা খায়।
এদের দাত নেই 😮তাই মুখে কিছু নূড়ি পাথয় জমা রাখে যা খাবার চিবতে সাহায্য করে।
এরা নদির ধারে গর্তে বসবাস করে।এদের স্তনবৃন্ত না থাকলেও চামড়া ফুড়ে অল্প পরিমান দুধ বের হয়।ছোট বাচ্ছা গুলো সেই দুধ পান করে। বাচ্ছা জন্ম নেওয়ার ছয় সপ্তাহের মধ্যো লোম গজায়।