অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি হ্যালো

0 0
Avatar for alma45
Written by
3 years ago

অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি হ্যালো

সান হ্যালো মুন হ্যালো দেখেছেন৷ ছবিটি আমাদের সবচেয়ে কাছের গ্যালাকটিক প্রতিবেশী অ্যান্ড্রোমিডা গ্যালাক্সীর হ্যালো৷ নাসার হাবল স্পেস টেলিস্কোপ ব্যবহার করে বিজ্ঞানীরা আমাদের নিকটতম বৃহৎ গ্যালাকটিক প্রতিবেশী অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিকে ঘিরে একটি হ্যালো দেখতে পেরেছেন৷ বিজ্ঞানীরা অবাক হয়ে জানতে পেরেছে যে ছড়িয়ে পড়া প্লাজমার প্রায় অদৃশ্য এই হ্যালো তার নিজস্ব ছায়াপথ থেকে আমাদের মিল্কিওয়ের দিকে প্রায় 2 মিলিয়ন আলোকবর্ষ পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর অর্থ অ্যান্ড্রোমিডার হ্যালো ইতিমধ্যে আমাদের নিজস্ব গ্যালাক্সির হ্যালোর উপর ঝাঁপিয়ে পড়েছে!!!

1
$ 0.01
$ 0.01 from @TheRandomRewarder

Comments