নিউট্রন চার্জ নিরপেক্ষ কেন?
১৯৩২ সালে ব্রিটিশ পদার্থবিদ জেমস। চ্যাডউইক নিউট্রন আবিষ্কার করেন । নিউট্রন থাকে পরমাণুর নিউক্লিয়াসে। সেখানে তার সঙ্গী প্রোটন। নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে ইলেকট্রন নামের ক্ষুদ্র এক কণা ।তখন মনে করা হতে নিউট্রন, প্রোটন আর ইলেকট্রন
প্রকৃতির তিন মূল কণিকা। এই তিন কণিকা। দিয়েই প্রকৃতির সব বস্তু তৈরি। কিন্তু ১৯৬৪ সালে আমেরিকান পদার্থবিদ মারে গেলম্যান শোনালেন কোয়ার্ক নামের আরেক ক্ষুদ্র কণার গল্প । কোয়ার্ক প্রোটন কিংবা নিউট্রনের চেয়েও ছােট। সত্যি বলতে কি, কোয়ার্ক দিয়ে তৈরি প্রোটন আর নিউট্রন । মোট ছয় রকম কোয়ার্ক আছে প্রকৃতিতে।
এদের মধ্যে দুটি হলাে আপ আর ডাউন। কোয়ার্ক।
দুটি আপ কোয়ার্ক আর একটি ডাউন। কোয়ার্ক মিলে তৈরি করে প্রোটন। অন্যদিকে দুটি ডাউন কোয়ার্ক আর একটি আপ কোয়ার্ক দিয়ে নিউট্রন তৈরি হয়।মূল কণিকার চার্জ থাকে। কোয়ার্কেরও আছে। ইলেকট্রনের চার্জ -১, ঋণাত্মক কিন্তু পূর্ণ সংখ্যা । কোয়ার্কদের চার্জ পূর্ণ সংখ্যা নয় । আপ কোয়ার্কের চার্জের +২/৩ ও ডাউন কোয়ার্ক চার্জ -১/৩। নিউট্রনের দুটি ডাউন কোয়ার্ক ধনাত্মক ও একটি আপ কোয়ার্ক ধনাত্মক।
চার্জের যোগফল শূন্য (-১/৩-১/৩+২/৩ =
০)। অর্থাৎ নিউট্রনের ভেতর আপ আর ডাউন।
কোয়ার্কের ধনাত্মক চার্জ পরস্পরকে কাটাকাটি
করে দেয়। এ কারণে নিউট্রন চার্জ শূন্য। তাই
নিউট্রন কোন বৈদ্যুতিক আকর্ষণ ও বিকর্ষণ।
বিক্রিয়ায় অংশ নেয় না।