2
13
অকল্পনীয় মেধাশক্তির কারণে নিকোলা টেসলাকে 'ফটোগ্রাফিক' বলা হতো । কারণ, তিনি যা একবার দেখতেন তা তার মুখস্ত হয়ে যেত ।একদিন ম্যাথ টিচার বোর্ডে কতগুলো অংক দিলে স্বাভাবিক ভাবেই সব ছাত্র তা করতে শুরু করলে ব্যাতিক্রমী টেসলা চুপ করে বসে থাকে । টিচার তাকে প্রশ্ন করলে টেসলা মুখে মুখেই অংক গুলোর এমন ভাবে উওর দেয় যে টিচার এর সন্দেহ হয় - এই ছাত্র নিশ্চয় মুখস্ত করেছে । তাই তিনি নিজে থেকে কিছু ম্যাথ বানিয়ে দেন এবং টেসলাও সবগুলো ম্যাথ এর সঠিক উওর দিলে, টিচার এতটাই অবাক হন যে টেসলা কে তিনি "ভয়ঙ্কর মেধাবী" বলে উঠেন!
Great leader and the unique talented person.